adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মিরপুর ও পল্টনে বাসে আগুন -‘সরকারের এজেন্টই এ আগুন দিয়েছে’

uk6r2wd1-e1406212240678নিজস্ব প্রতিবেদক : বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ‘সরকারের এজেন্টরাই হরতালের আগের রাতে বাসে আগুন দিয়েছে। আন্দোলনের ধারা ভিন্ন খাতে নিতে এ কাজ করছে সরকার।
রোববার রাতে পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন রিজভী।
রিজভী বলেন, ‘হরতালের আগের রাতে পল্টনে বাসে আগুন দেয়া হয়েছে। সরকার তার সেই পুরোনো চক্রান্তকে সফল করতেই এমন ঘটনা ঘটিয়েছে। আমরা গণতান্ত্রিক কর্মসূচি দিয়ে প্রতিবাদ করছি আর এই অবৈধ সরকার আমাদের সঙ্গে অগণতান্ত্রিক আচরণ করছে। এ পর্যন্ত বহু নেতাকে হুম-হত্যা করা হয়েছে। আগামীকালের হরতালকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
উল্লেখ্য, গাজীপুরে বিএনপির সমাবেশের দিন ১৪৪ ধারা জারির প্রতিবাদে শনিবার শুধু গাজীপুরে হরতালের ডাক দেয় বিএনপি। পরে শনিবার বিকেলে সোমবার দেশব্যাপী হরতালের ডাক দেয়া হয়।
এদিকে হরতালের আগের রাতেই পল্টনে সচিবালয়ের একটি স্টাফ বাসে আগুন দেয়া হয়। এছাড়া মিরপুরের কাজীপাড়ায় একটি চলন্ত সিএনজিতে আগুন দিলে দগ্ধ হন একই পরিবারের তিনজন।
৫ জানুয়ারির নির্বাচন বর্জনের পর সোমবারের এ হরতাল হবে বিএনপির দ্বিতীয় হরতাল। ওই নির্বাচন থামাতে গতবছরের ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ কর্মসূচিতে ব্যাপক সহিংসতা ঘটে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া