adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জনকণ্ঠের সাংবাদিককে কুপিয়ে গুরুতর জখম – ইত্তেফাকের সাংবাদিককে প্রাণনাশের হুমকি

Shahin-1425680055ডেস্ক রিপোর্ট : দৈনিক জনকণ্ঠের লালমনিরহাট জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম শাহিনকে (৪০) শুক্রবার বিকাল ৫টার দিকে সদর উপজেলার মোঘলহাট ইউনিয়নের ম্যাগারাম এলাকায় কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আহত সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহিন লালমনিরহাট পৌরসভার ইমামগঞ্জের বাসিন্দা। তিনি লালমনিরহাট প্রেসক্লাবেরও সিনিয়র সদস্য। অপরদিকে একই জেলার দৈনিক ইত্তেফাকের সাংবাদিক সুলতান হোসেনকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।
 লালমনিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান মুকুল জানান, পেশাগত দায়িত্ব পালন করতে দুপুরের দিকে শাহিন সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ম্যাগারাম এলাকায় যান। এ সময় দুর্বৃত্তরা তার উপর চড়াও হয়ে বিতর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে দুর্বৃত্তরা তার গলায় ছুরি চালিয়ে ও কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।
 সাংবাদিক শাহিনের ছোট ভাই শামিম আহম্মেদ বলেন, ‘আমার ভাইকে হত্যা করতেই গলায় ছুরি চালানো হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। লালমনিরহাট সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম মাহফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ ততপর রয়েছে।
এদিকে দৈনিক ইত্তেফাক পত্রিকার লালমনিরহাটের আদিতমারী উপজেলা প্রতিনিধি সুলতান হোসেনকে মোবাইল ফোনে হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।
সাংবাদিক সুলতান হোসেন বলেন, ‘আদিতমারীতে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ- শিরোনামে স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে আমাকে হুমকি দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে রাতেই আদিতমারী থানায় একটি জিডি (নং-২০৩) করেছি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া