adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিপাকে কৃষিজ পণ্য

Oevawny-fz20131220200308বগুড়া: চলমান রাজনৈতিক অস্থিরতাসহ হরতাল ও অবরোধের কারণে চরম বিপাকে পড়েছে দেশের কৃষিজ পণ্য। কোথাও অতি উচ্চ মূল্য, আবার কোথাও প্রায় মূল্যহীন হয়ে পড়েছে দৈনন্দিন কাঁচা বাজার। এরই অংশ হিসেবে বগুড়ার ধুনট উপজেলায় এক কেজি পিয়াজের দামে এক মণ বেগুন বিক্রি করছে কৃষকরা। 

শুক্রবার উপজেলার মথুরাপুর, সাগাটিয়া, গোবিন্দপুর, খাদুলী, খাটিয়ামারি, কালিতলাসহ কয়েকটি হাট-বাজারের কৃষকরা বাংলানিউজকে এসব তথ্য জানান।

উপজেলার সাগাটিয়া গ্রামের কৃষক বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, বর্তমানে প্রতি কেজি বেগুন বাজরে আড়াই টাকা দরে বিক্রি করা হচ্ছে। এ হিসেবে এক মণ বেগুনের দাম মাত্র ১০০ টাকা। তিনি বলেন, হরতাল-অবরোধের কারণে তাদেরকে এই ক্ষতির মধ্যে পড়তে হয়েছে। 

মথুরাপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, হরতাল-অবরোধে পরিবহন সমস্যার কারণে কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পাচ্ছেন না। ফলে মাত্রাতিরিক্ত লোকসান গুণতে হচ্ছে কৃষকদেরকে। 

ধুনট উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সাড়ে ৪০০ হেক্টর জমিতে নানা জাতের বেগুন চাষ করেছেন উপজেলার কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে এখানে। মৌসুমের শুরুতে বাজারে প্রতি কেজি বেগুন ৪০ টাকা দরে বিক্রি হলেও ধীরে ধীরে দেশে রাজনৈতিক অস্থিরতাসহ অন্যান্য কারণে এর বিপর্যয় ঘটে থাকে কাঁচা বাজারে। অথচ এখানকার উৎপাদিত বেগুন স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন হাট বাজারের যোগান চালাতো। হরতাল-অবরোধের কারণে এলাকার বাইরের এখন আর এসব বেগুন বিক্রি হচ্ছেনা। বর্তমানে বাজারে প্রচুর বেগুন আমাদানি হলেও ক্রেতা নেই। তাই বেগুন চাষীকে পানির দামে বেগুন বিক্রি করতে হচ্ছে।

এদিকে, চলতি মৌসুমে এ উপজেলার ২৩০ হেক্টর জমিতে পিয়াজ (কন্দ) চাষ করেছেন উপজেলার কৃষকরা। উৎপাদিত পিয়াজ স্থানীয় চাহিদার তুলনায় খুবই কম। তাই এলাকার বাইরে থেকে স্থানীয় সবজি ব্যবসায়ীরা পিয়াজ আমদানি করছেন। কিন্ত পরিবহন সমস্যার কারণে মোকাম (আড়ত) থেকে পিয়াজ আমদানি করা সম্ভব হচ্ছে না। যে কারণে বেশি দামে (প্রতি কেজি ১০০ টাকা দরে) পিয়াজ কিনতে হচ্ছে ক্রেতাদের। 

ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, আবহাওয়া ভালো থাকায় এবার বেগুনের উৎপাদন ভালো হয়েছে। তবে দাম না পাওয়ায় কৃষকদের প্রচুর লোকসান গুণতে হচ্ছে। 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2013
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া