adv
৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জেল হাজতে লতিফ সিদ্দিকী

আদালতে নেওয়ার সময় লতিফ সিদ্দিকী (ছবি: মেহেদী জামান)নিজস্ব প্রতিবেদক : সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুর পৌনে ৩টার দিকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক শাহরিয়ার মাহমুদ আদনান এ আদেশ দেন। আদালতে লতিফ সিদ্দিকীর পক্ষে কেউ জামিন আবেদন না করায় বিচারক তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।
এর আগে মঙ্গলবার দুপুর ১টা ২২ মিনিটে রাজধানীর ধানমন্ডি থানায় আত্মসমর্পণ করেন লতিফ সিদ্দিকী। আত্মসমর্পণের পর দায়ের হওয়া বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে সিএমএম আদালতে হাজির করে পুলিশ।
দুপুর ২টার দিকে লতিফ সিদ্দিকীকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। নিরাপত্তার কারণে প্রথমে আদালতের জেল হাজতে রাখা হলেও আধা ঘণ্টার মধ্যেই তাকে কাঠগড়ায় তোলা হয়। পরে তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়। লতিফ সিদ্দিকীকে মোট সাতটি অভিযোগে গ্রেফতার দেখানো হয়েছে। লতিফ সিদ্দিকীর আত্মসমর্পণের পর পরই সিএমএম আদালতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য আদালতের মূল ফটকে অবস্থান নিয়েছেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া