adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নেইমার জাদুতে ব্রাজিল গ্র“প চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক : নেইমার জাদুতে অনায়াস জয় নিয়ে দ্বিতীয় রাউন্ডে স্বাগতিক ব্রাজিল। দারুণ এক ম্যাচ উপহার দিয়ে সব সমীকরণের অবসান ঘটিয়ে গ্র“প চ্যাম্পিয়ন হয় সবুজ হলুদের দলটি। আগের ম্যাচে মেক্সিকোতে হোঁচট খাওয়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। তারা ৪-১ গোলে ক্যামেরুনকে পরাস্ক করে। এ জয়ের ফলে ২৮ জুন নকআউট পর্বের প্রথম খেলায় চিলির মোকাবেলা করবে ব্রাজিল। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
খেলার প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এর ১৭ ও ৩৫ মিনিটে দুই গোল করে প্রথমার্ধে ব্রাজিলকে এগিয়ে রাখেন পোস্টারবয় খ্যাত নেইমার। তবে ২৬ মিনিটে ক্যামেরুনের মাতিপ এক গোল পরিশোধ করতে সক্ষম হন।
এ দুই গোলের মাধ্যমে এবারের বিশ্বকাপ আসরে সর্বোচ্চ গোলদাতার শীর্ষে অবস্থান করছেন নেইমার। এছাড়া তিন গোল করে তালিকায় পেছনে রয়েছেন ফ্রান্সের বেনজামা, নেদারল্যান্ডের পার্সি ও রোবেন এবং বিশ্বকাপের একমাত্র হ্যাট্রিক অর্জনকারী জার্মানির থমাস মুলার।
দ্বিতীয়ার্ধের শুরুতেই মুর্হুমূহু আক্রমণে যায় ব্রাজিল। আর তাতে ৪৯ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোল করেন ফ্রেড। এবারের বিশ্বকাপ আসরে ফ্রেডের এটি প্রথম গোল। বদলি খেলোয়াড় হয়ে পওলিনহোর স্থলে ৪৬ মিনিটে মাঠে নামা ফারনান্দিনিহো দলের পক্ষে চতুর্থ গোলটি করেন।
ম্যাচের শুরু থেকে ক্যামেরুন ফুটবল দলের খেলোয়াড়দের বেশ আগ্রাসী মনোভাবে দেখা যায়। মাঠে ব্রাজিলের খেলোয়াড়দের সঙ্গে অসদ আচরণও করেন তারা। ১৫ মিনিটের মাথায় নেইমারকে কারণ ছাড়াই ধাক্কা দেন নিয়্যম। এ অবস্থায় খেলার ৭১ মিনিটের মাথায় নেইমারকে তুলে নেন কোচ। তার জায়গায় নামেন উইলিয়ান।
ব্রাজিল-ক্যামেরুন ম্যাচের ২০ মিনিটের মাথায় নেইমারের বাম পায়ের জোড়ালো শট ক্যামেরুনের গোলরক্ষক না আটকে দিলে এবারের বিশ্বকাপের দ্বিতীয় হ্যাট্রিকের মালিক হতেন তিনি। আর ব্রাজিল এগিয়ে যেতো ৩ গোলে।
খেলার ২১ মিনিটে আরও একটি সুযোগ মিস করেন ফ্রেড। শুরুতেই গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় ব্রাজিল। এছাড়া ৩ ও ৬ মিনিটে পাওয়া কর্নারও কাজে লাগাতে পারেনি তারা।
পাল্টা আক্রমণে ৯ মিনিটের মাথায় ২০ গজ দূর থেকে আবুবক্করের শট ডিবক্সে অটকে দেন মার্সেলো। ১২ মিনিটের মাথায় মার্সোলোকে ফাউল করায় ম্যাচের প্রথম হলদু কার্ড পান ক্যামেরুনের এনহো।
বাংলাদেশ সময় সোমবার মধ্যরাত ২টায় ব্রাসিলিয়ার এস্তাদিও নাসিওনাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

ইনজুরির কারণে দ্বিতীয় ম্যাচ খেলতে না পারা ফরোয়ার্ড হাল্ক দলে ফিরিছেন। ইতোমধ্যে ক্যামেরুনের বিপক্ষে একাদশ ঘোষণা করেছে ব্রাজিল। প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে দলে যারা ছিলেন তাদের নিয়ে সাজানো হয়েছে একাদশ।
এদিন একই সময়ে আরও একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। নকআউট পর্বে ওঠার লক্ষ্যে রেসিফের অ্যারিনা পরনামবুসো স্টেডিয়ামে ওই ম্যাচে মেক্সিকো মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার। ম্যাচটি উভয়ের জন্য গুরুত্বপূর্ণ।
বিশ্বকাপের এবারের আসরের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-১ গোলে জয় পায় ব্রাজিল। দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর সঙ্গে গোলশূন্য ড্র করে দলটি।
অন্যদিকে, প্রথম ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে পেরাল্টার একমাত্র গোলে জয় পায় মেক্সিকো। আর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ব্রাজিলের সঙ্গে ম্যাচটি ড্র হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া