adv
৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সৌদি নারীদের আকর্ষণীয় চোখের ওপর নিষেধাজ্ঞা

ফাইল ফটোডেস্ক রিপোর্ট : চোখ নিয়ে কতই না আলোচনা। সাহিত্যে চোখের বর্ণানা এতটা হয়েছে যে, এ নিয়ে বাড়িয়ে বলার কিছু নেই। তবে আকর্ষণীয় চোখের প্রতি মানুষের বাড়তি আগ্রহ বরাবরই ছিল, আছে এবং থাকবে- এ কথা বলতে অসুবিধা নেই।
কিন্তু এই আকর্ষণীয় চোখই এখন যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াল সৌদি আরবের নারীদের জন্য। আইন করে সুন্দর ও আবদেনময় চোখ ঢেকে রাখতে বলা হয়েছে। যেন কোনো পুরুষ সেই চোখের মায়ায় পড়ে না যায়। বলা হয়েছে, আকর্ষণীয় চোখের ফাঁদে ধরা দিয়ে পুরুষরা বিপথে ধাবিত হচ্ছে। 
এখন প্রশ্ন হল, কোন চোখ আকর্ষণীয় আর কোন চোখ নয়, সেটা কীভাবে ঠিক হবে! প্রথমে ঠিক হয়েছিল, চোখে মেক-আপ করলে বা কাজল পরলে তাকে আকর্ষণীয় চোখ হিসাবে ধরা হবে। কিন্তু তাতেও মুশকিল। অনেক নারীর চোখে মেক-আপ কিংবা কাজল না দিলেও অসম্ভব সুন্দর লাগে।তাহলে! সেটা জানা যায়নি। তবে নিয়মটা কার্যকর হয়ে গেছে। 
এই সৌদি আইন নিয়ে রীতিমত ঝড় উঠেছে সামাজিক যোগাযোগের সাইটগুলোতে। অনেকেই প্রতিবাদ করছেন। কিন্তু সৌদির আইন বড় জটিল আর কঠোর। প্রতিবাদ হয়তো তার গায়ে আঁচড়ও দিতে পারবে না। 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া