adv
৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চূড়ান্ত হচ্ছে ফাঁসির দিনক্ষণ -প্রধানমন্ত্রীর দফতরে আইনমন্ত্রী ও আইজি প্রিজন

অ্যাডভোকেট আনিসুল হকনিজস্ব প্রতিবেদক : রুদ্ধদ্বার বৈঠকের পর প্রধানমন্ত্রীর দফতরে গেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এবং আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।
এর আগে দুপুরে সচিবালয়ে আইনমন্ত্রীর দপ্তরে বেশ কিছু সময় রুদ্ধদ্বার বৈঠক করেন মন্ত্রী ও আইজি প্রিজন। আপিলের চূড়ান্ত রায়ে জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি বহাল থাকার পর তার ফাঁসি কার্যকর নিয়ে নানামুখী আলোচনা-সমালোচনার পরই আইজি প্রিজন দেখা করেন আইনমন্ত্রীর সঙ্গে। এর পরপরই তারা যান প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে।
এদিকে, মানবতাবিরোধী অপরাধের দায়ে আপিল বিভাগের চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসির রায় রিভিউ পিটিশনের আগে কার্যকর না করার আহ্বান জানিয়েছেন আসামির আইনজীবী খন্দকার মাহবুব।
অন্যদিকে, অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম বলেছেন, ‘জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের বিষয়টি নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর। সরকার যখন চাইবে তখনই ফাঁসি কার্যকর করতে পারবে। কেননা এ মামলায় আপিলের চূড়ান্ত রায়ের বিরুদ্ধে রিভিউ করার সুযোগ নেই।’
জেল কোডের বিধান অনুযায়ী রায়ের কপি কারা কর্তৃপক্ষের কাছে যাওয়ার পর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার জন্য আসামি সাত দিন সময় পান, কামারুজ্জামান সে সুযোগ পাবেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘তা কামারুজ্জামান পাবেন না। এর আগে, মঙ্গলবার দুপুরে কাশিমপুর কারাগার থেকে জামায়াত নেতা কামারুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। গত সোমবার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের আপিলের চূড়ান্ত রায়ে ফাঁসির আদেশ দেন আপিল বিভাগ।
এর আগে, গত বছরের ৯ মে মানবতাবিরোধী অপরাধের দায়ে কামারুজ্জামানের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া