adv
১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিঘ্রই বাংলাদেশ-ভারত -ভুটান ও নেপালের মধ্যে বাস সার্ভিস চালু

Forigin-picনিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের (বিবিআইএন) মধ্যে শীঘ্রই বাস সার্ভিস চালু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
রাজধানীর রমনার নিমতলীতে ‘এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ’ আয়োজিত ‘বাংলাদেশ-ইন্ডিয়া নর্থইস্ট : এক্সপ্লোরিং অপরচুনিটিজ এ্যান্ড মিউচুয়াল ইন্টারেস্ট’ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘খুব শীঘ্রই বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপালের মধ্যে বাস সার্ভিস চালু হতে যাচ্ছে। এরই মধ্যে চারটি দেশের মধ্যে বিবিআইএন চুক্তি সম্পন্ন হয়েছে।’
মন্ত্রী বলেন, ‘বাস চলাচল শুরু হলে চারটি দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
মাহমুদ আলী বলেন, ‘ভৌগলিক অবস্থানের কারণে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করবে।’
অনুষ্ঠানে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্যসহ স্বার্থসংশ্লিষ্ঠ বিভিন্ন বিষয়ের ওপর মন্ত্রী গুরুত্বারোপ করেন।
চলতি বছরের ১৫ জুন চার দেশের সড়ক পরিবহনমন্ত্রীরা ভুটানের রাজধানী থিম্পুতে চুক্তিটি স্বাক্ষর করেন।
এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক অধ্যাপক এ জামাল, সেমিনার কমিটির আহ্বায়ক অধ্যাপক আকমল হুসাইন প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
November 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া