adv
১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কানাডার পার্লামেন্টে গুলির ঘটনায় খালেদার উদ্বেগ

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

 

 

 

 

 

 

 

নিজস্ব প্রতিবেদক : কানাডার অটোয়ায় পার্লামেন্টের ভেতরে ও বাইরে বন্দুকধারীদের গুলিবর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ও নিন্দা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বেগম খালেদা জিয়া এ ঘটনার খবর জানার পর কানাডার হাইকমিশনারের কাছে পাঠানো এক বার্তায় এ উদ্বেগ প্রকাশ করেন বলে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী সাংবাদিকদেও জানিয়েছেন।
শমসের মবিন চৌধুরী জানান, কানাডার পার্লামেন্টে সন্ত্রাসী হামলার ঘটনায় বেগম খালেদা জিয়া নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে চিঠি দিয়েছেন। একই সঙ্গে তিনি এ আশা ব্যক্ত করেছেন, কানাডা সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সক্ষম হবে।
কানাডার পার্লামেন্ট ভবনে ওই গুলিবর্ষণের ঘটনায় এক সেনা সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে কানাডার গণমাধ্যম। কানাডায় সন্ত্রাসের হুমকির মাত্রা বাড়তে থাকার মধ্যে এ ঘটনা ঘটল। অটোয়া পুলিশ বুধবার এক টুইটে জানায়, সকাল ৯টা ৫২ মিনিটে ওয়ার মেমোরিয়ালে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া