adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বার্সার জয় যেন মেসি-নেইমারের গল্প

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ক্যাম্প ন্যু’তে ঘরের মাঠে খেলতে নেমেছিল বার্সেলোনা। ডাচ জায়ান্ট আয়াক্সের বিপক্ষে ৩-১ গোলের সহজ জয় তুলে নিয়েছে বার্সা। এ ম্যাচেও গোল পেয়েছেন মেসি-নেইমার। চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের শেষ ম্যাচে পিএসজির কাছে হেরে যাওয়া লা লিগার অপরাজিত দল বার্সা শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে। গোলের দেখা পেতেও সময় বেশি লাগেনি কাতালানদের। ম্যাচের ৭ মিনিটেই গোল পায় লুইস এনরিকের শিষ্যরা। ম্যাচের ৭ মিনিটের মাথায় আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির বাড়িয়ে দেওয়া বলে আয়াক্সের ডি বক্সের বামপাশ দিয়ে কোনাকুনি শটে গোল করেন ব্রাজিল তারকা নেইমার। ফলে, ১-০তে এগিয়ে যায় বার্সা। ম্যাচের ২৪ মিনিটের মাথায় গোল করেন মেসি। বার্সা অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তার অসাধারণ একটি পাসে বল পেয়ে বাঁপায়ের চোখ ধাঁধানো রিসিভ এবং ফিনিশারে আয়াক্সের জালে বল জড়ান মেসি। ফলে, ২-০তে এগিয়ে যায় কাতালানরা। মাঠের মাঝমাঠ থেকে ম্যাচের ২৯ মিনিটে অনেকটা একক প্রচেষ্টায় বল নিয়ে আয়াক্সের চারজন ডিফেন্ডারের মধ্য দিয়ে মেসি বল বাড়িয়ে দেন নেইমার-পেদ্রোকে লক্ষ্য করে। কিন্তু খোন থেকে গোল আদায় করে নিতে পারেননি পেদ্রো। গোলবারের বাঁদিক দিয়ে বলে শট নিলে তা পোস্টে লেগে ফিরে আসে। ম্যাচের ৩৯ মিনিটে আরও একটি গোলের সুযোগ নষ্ট হয় বার্সার। ইনিয়েস্তা আয়াক্সের ডিফেন্স চিড়ে গোলরক্ষককে একা পেয়েও গোল আদায় করে নিতে পারেননি।  প্রথমার্ধে আর কোনো গোল না হলে নেইমার-মেসির দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সেলোনা। বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৫ মিনিটের মাথায় এনরিক মেসিকে মাঠ থেকে তুলে নেন। তার বদলি হিসেবে মাঠে নামেন স্পেনের তরুন তারকা মুনীর আল হাদ্দাদি। এছাড়া ৭৫ মিনিটের মাথায় ইনিয়েস্তাকে তুলে নিয়ে এনরিক মাঠে পাঠান রাফিনহাকে। এ মৌসুমে গত পাঁচ ম্যাচে না হারা আয়াক্স ম্যাচের ৮৮ মিনিটে ব্যবধান কমানো গোল করে। ২০০৫-০৬ মৌসুমের পর এবারই চ্যাম্পিয়ন্স লিগে এ পর্যন্ত সেরা পারফর্ম করা আয়াক্সের হয়ে গোলটি করেন আনোয়ার আল গাজি। বার্সার হয়ে তৃতীয় গোলটি যেন নেইমারের দেওয়া প্রথম গোলেরই পুনরাবৃত্তি। রাফিনহার বাড়ানো বলে গোলবারের বামপাশ দিয়ে কোনাকুনি শটে গোল করেন সান্দ্রো রামিরেজ। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে নেইমার-মেসি-রামিরেজের গোলে ৩-১ ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া