adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ফ্রিডম অব এক্সপ্রেশন’ পুরস্কার পেলেন স্নোডেন

snodenআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের গোপন নজরদারির তথ্য ফাঁস করে দিয়ে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করা এডওয়ার্ড স্নোডেন নরওয়ের ফ্রিডম অব এক্সপ্রেশন পুরস্কারে ভূষিত হয়েছেন।
 
‘ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং নিজ দেশের নাগরিক ও অন্যদের ওপর যুক্তরাষ্ট্র যে নজরদারি করেছে তা প্রকাশ করায়’ ৩১ বছর বয়সি স্নোডেনকে এই পুরস্কার দেওয়া হয়েছে। নরওয়েজিয়ান একাডেমি অব লিটারেচার ও ফ্রিডম অব এক্সপ্রেশন প্রতি বছর এই পুরস্কার দেয়।
 
এমন সময় স্নোডেন এই পুরস্কারে ভূষিত হলেন, যখন যুক্তরাষ্ট্র তাদের গোয়েন্দা সংস্থার নজরদারি প্রশ্নে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। রোববার থেকে সাময়িকভাবে নজরদারির কাজ স্থগিত হয়ে পড়ে। অবশ্য মঙ্গলবার নজরদারি কর্মসূচির সীমা কমিয়ে এবং এ বিষয়ে গোয়েন্দাদের ক্ষমতা কমিয়ে নতুন আইনে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
 
পুরস্কারে ভূষিত হলেও স্নোডেন তা গ্রহণ করতে পারবেন কিনা, তা এখনো নিশ্চিত নয়। রাশিয়ায় নির্বাসিত জীবন যাপন করছেন তিনি। সেখান থেকে নরওয়েতে গেলে তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে কিনা, এর ওপরই নির্ভর করছে পুরস্কার গ্রহণের বিষয়টি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া