adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘আইএসআইএল’র ওপর ৫,০০০ বোমা ফেলেছে মার্কিন জোট’

34f4775ed40ce94d05f9d4cbb97ceeeb_XLআন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলেছে, আমেরিকা ও মিত্র জোটের বিমান থেকে আইএসআইএল সন্ত্রাসীগোষ্ঠীর ওপর ৫,০০০ বোমা ফেলা এবং ৩,০০০-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। সিরিয়া ও ইরাকের সন্ত্রাসীগোষ্ঠীর বিরুদ্ধে গত আগস্টের গোড়া থেকে বিমান হামলা করছে আমেরিকা ও মিত্র জোট।
পেন্টাগনের মুখপাত্র আর্মি কর্নেল স্টিভ ওয়ারেন বলেন, মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলায় ৩২২২ লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। এ সবের মধ্যে ৫৮টি ট্যাংক, ১৮৪টি সাঁজোয়া যান, ৬৭৩টি যুদ্ধ অবস্থান এবং ৯৮০টি ভবন বা ব্যারাক রয়েছে।  
মার্কিন নেতৃত্বাধীন জোট সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বিমান হামলা করছে দাবি করে তিনি আরো বলেন, আইএসআইএল সন্ত্রাসীগোষ্ঠীর কতগুলো লক্ষ্যবস্তুর ক্ষতি বা ধ্বংস করা হয়েছে তা বলা সম্ভব নয়। 
এ ছাড়া, বিমান হামলায় আইএসআইএল সন্ত্রাসীগোষ্ঠী অস্ত্র ও যানবাহনের কী পরিমাণ ক্ষতি হয়েছে তাও প্রকাশ করতে অস্বীকার করেন কর্নেল স্টিভ ওয়ারেন। তিনি বলেন, শত্রুদের সম্পর্কে মার্কিন জোটের কাছে কী তথ্য রয়েছে তা প্রকাশ করতে চাই না।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া