adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিজামীর রায় যে কোনো দিন

নিজস্ব প্রতিবেদক : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় এবারের জামায়াতের ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রায়ের জন্য অপেক্ষা। অভিযুক্ত জামায়াতের এ শীর্ষ নেতার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের পাল্টা যুক্তি উপস্থাপনের মধ্য দিয়ে সোমবার বিচারিক কার্যক্রম শেষ হয়েছে। এখন মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ। যেকোনো দিন রায় ঘোষণা করা হবে।এদিন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম এনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ  দেন।এসময় নিজামীর পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। আর রাষ্ট্রপক্ষে পাল্টা যুক্তি উপস্থাপন করেন প্রসিকিউটর  মোহাম্মাদ আলী।এর আগে গতকাল রোববার আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রাষ্ট্রপক্ষ তাদের সমাপনী যুক্তিতর্ক শুরু করে। এরপর তা আংশিক অবস্থায় সোমবার পর্যন্ত মুলতবি করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে তা শেষ করার আদেশ দেয়া হয়।উল্লেখ্য, বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ গত বছরের ১৩ নভেম্বর আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মতিউর রহমান নিজামীর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন।ওই দিন সকালে আসামিপক্ষের আইনজীবী আসাদ উদ্দিন যুক্তিতর্ক উপস্থাপনের জন্য সময় প্রার্থনা করলে তা নাকচ করে রায়ের তারিখ আদালত অপেক্ষমান রাখেন। পরবর্তীতে রায়ের জন্য অপেক্ষমান রাখা আদেশ পুনর্বিবেচনা (রিভিউ)  চেয়ে আবেদন করা হলে ট্রাইব্যুনাল নিজামীর পক্ষে নতুন করে যুক্তি উপস্থাপনের সুযোগ দেন।এরপর ট্রাইব্যুনাল-১ এর নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হলে পুনঃরায় মামলার যুক্তিতর্ক শোনার জন্য দিন ধার্য করা হয়।এর আগে গত ১০ থেকে ১২ মার্চ নিজামীর বিরুদ্ধে ৩ কার্যদিবসে যুক্তিতর্ক  উপস্থাপন করেন প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ ও  মোহাম্মদ আলী। তবে আসামিপক্ষের যু্ক্িততর্ক উপস্থাপন শেষে পাল্টা যুক্তিতর্ক ও সমাপনী বক্তব্য উপস্থাপন করবেন প্রসিকিউশন। এর মধ্য দিয়ে শেষ হবে নিজামীর বিরুদ্ধে মামলার বিচারিক প্রক্রিয়া। এরপর আইন অনুসারে রায়ের দিন ধার্য করবেন ট্রাইব্যুনাল।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া