adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজনৈতিক ৩টি দলকে সতর্ক করে ইসির চিঠি

নিজস্ব প্রতিবেদক : বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব ঠিক মতো না দেওয়ায় দেশের ৩ টি রাজনৈতিক দলকে সতর্ক করে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল এ দল তিনটিকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন ইসির উপ-সচিব আব্দুল অদুদ। দল ৩টির মধ্যে গণফ্রন্ট ও বাংলাদেশ সাম্যবাদী পরপর দু'বার নির্দিষ্ট সময়ের মধ্যে হিসাব দেয়নি। অন্যদিকে কল্যাণ পার্টি আয়-ব্যয়ের হিসাব যথাযথভাবে দেয়নি বলে তাদেরকে চিঠি দেওয়া হয়েছে। চিঠি ৩টি ইসির সহকারি সচিব রৌশন আরা বেগম পাঠিয়েছেন। আইন অনুযায়ী, পরপর ৩ বছর কোনো দল বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে ব্যর্থ হলে, সে দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে। প্র্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে দলগুলোকে এ হিসাব দিতে হয়। চিঠিতে ৩ দলকেই আগামী বছর যথাযথভাবে আয়-ব্যয়ের হিসাব দিতে বলেছে ইসি। এবার নিবিন্ধিত ৪০ টি দলের মধ্যে ২৫ টি দল যথাসময়েই হিসাব জমা দিয়েছিলো। আওয়ামী লীগসহ বাকি ১৫ টির মধ্যে বেশির ভাগই ১ মাস সময় বাড়ানো আবেদন করে। পরে ৩১ আগষ্ট পর্যন্ত সময় বাড়ায় ইসি। গণফ্রন্ট গত বছর হিসাব দেয়নি। এবারো সময় বাড়ানোর আবেদন না করেই ৩১ জুলাইয়ের পরে হিসাব জমা দেয়। সাম্যবাদী দল ১ সেপ্টেম্বর হিসাব জমা দেয়। তাই দল দুটির প্রতিবেদন গ্রহণ করা হয়নি। অন্যদিকে কল্যাণ পার্টির জমা দেওয়া হিসাবের মধ্যে যথাযথ নিয়ম মানা হয়নি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া