adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৩৩১৮ বছরের জেল!

1440684713MTnews24.com467আন্তর্জাতিক ডেস্ক: সিনেমা হলে গুলি চালিয়ে ১২ জনকে হত্যা ও ৭০ জনকে আহত করার অপরাধে আমেরিকার কলরাডো অঙ্গরাজ্যের একটি আদালত জেমস হোমস নামের এক যুবককে ১২ দফায় যাবজ্জীবন এবং সর্বোচ্চ ৩৩১৮ বছরের কারাদন্ড দিয়েছে। বুধবার কলরাডো আদালত এ রায় দেয়।

আসামি হোমস কলরাডোর ডেনভার শহরের অরোরা এলাকার এক মাল্টিপ্লেক্স সিনেমা হলে হলিউডের ‘ব্যাটম্যান’ ছবিটির রাত্রিকালীন প্রদর্শনী চলাকালে আধাস্বয়ংক্রিয় রাইফেল, শটগান ও পিস্তল দিয়ে গুলি চালিয়ে হত্যাকা- ঘটান। এ সময় মাথায় হেলমেট, মুখে গ্যাস মুখোশ পরিহিত ছিলেন তিনি।
ওরাপাহো কাউন্টি ড্রিস্টিক আদালতের বিচারক কার্লোস সামুর বলেন, “আসামি কোনো সহানুভূতি পাওয়ার যোগ্য নন।” হত্যাকা- থেকে বেঁচে ফিরে আসা লোকজন ও নিহতদের স্বজনেরা রায় ঘোষণার পর হাততালি দিয়ে আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানান।

হত্যার দায় ছাড়াও হত্যাচেষ্টার বেশ কিছু অভিযোগ ও বোমা তৈরি করে অ্যাপার্টমেন্টে সাজিয়ে রাখার জন্য হোমসকে আরো কারাদ- দেন বিচারক সামুর। এপ্রিলের শেষ দিকে বিচারে দোষী সাব্যস্ত হয়েছিলেন হোমস। তার আইনজীবীরা এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন না বলে জানিয়েছেন।
সূত্র: দ্য ইন্ডিপেন্ডেট

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া