adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লেনোভোর থ্রিডি মাল্টিমিডিয়া ল্যাপটপ

LENOVO20160222095000ডেস্ক রিপোর্ট : গ্লোবাল ব্র্যান্ড বাংলাদেশের বাজারে নিয়ে এলো লেনোভোর মাল্টিমিডিয়া সিরিজের নতুন ‘জেড ৫১৭০’ মডেলের ল্যাপটপ। মাল্টিমিডিয়া ল্যাপটপটি অসাধারণ প্রিমিয়াম মেটাল ফিনিসড ডিজাইন, ইন্টেল রিয়েল সেন্স থ্রিডি ওয়েবক্যাম প্রযুক্তি দ্বারা তৈরি। 

ইন্টেল রিয়েল সেন্স থ্রিডি ওয়েবক্যাম প্রযুক্তি ব্যবহারকারীকে গেসচার কন্ট্রোলের মাধ্যমে অনেক ধরনের গেম ও অ্যাপলিকেশন চালাতে সহায়তা করবে এবং থ্রিডি মুডে চেহারাকে স্ক্যান করার অসাধারণ অনুভুতি দেয়। অসাধারণ অডিওর জন্য রয়েছে জেবিএল স্পিকার এবং ডলবি হোম থিয়েটার ।

পঞ্চম প্রজন্মের ইন্টেল কোরআই-৭ প্রসেসর সমৃদ্ধ এই ল্যাপটপটিতে রয়েছে ১ টেরাবাইট হার্ডডিস্ক, ৮ জিবি এসএসএইচডি, ৮ জিবি ডিডিআর৩ র‌্যাম ,৪ জিবি এএমডি রেডিওন আর ৯  গ্রাফিক্স  এবং ১৫.৬ ইঞ্চি (১৯২০x১০৮০) ফুল এইচডি ডিসপ্লে। 

অপারেটিং সিস্টেমের জন্য রয়েছে জেনুইন উইন্ডোজ ৮.১ ভার্সন। নেটোয়ার্কিংয়ের জন্য রয়েছে দ্রুত গতির ৮০২.১১এসি ওয়াইফাই। এছাড়াও এতে রয়েছে ব্যাকলিট কি-বোর্ড যা দ্বারা রাতেও স্বাচ্ছন্দ্যে কাজ করা যায় এবং অধিক সময় ব্যাকআপের জন্য রয়েছে ৪-সেল ব্যাটারি। ১ বছর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিসহ ল্যাপটপটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৮২,৫০০/- টাকা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া