adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের সামনে ফলো অনের শঙ্কায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: টেস্ট ক্রিকেটে ভারতের সামনে বেমানান বাংলাদেশ, সেটা আরো একবার প্রমাণ করলো সাকিবরা। চলমান চট্টগ্রাম টেস্টে ভারতের ইনিংস থামে ৪০৪ রানে। এর জবাব দিতে গিয়ে বাংলাদেশের ব্যাটিং যেনো লেজেগোবরে অবস্থা। নিজেদের ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সাকিবরা। ভারতীয় বোলারদের কাছে নিয়মিত বিরতিতে উইকেট বিলিয়ে দিয়েছে তারা। মাত্র ১৩৩ রানে ৮ উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে সাকিব আল হাসানের দল। এ অবস্থায় বাংলাদেশ দলের সামনে চোখরাঙানি দিচ্ছে ফলো অন। ইনিংস পরাজয়ের শঙ্কা এড়াতে হলে এখনও ৭১ রান করতে হবে টাইগারদের, হাতে আছে দুই উইকেট।

বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৬ উইকেটে ২৭৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। কিন্তু শতকের দিকে এগিয়ে যাওয়া ব্যাটার শ্রেয়াস আইয়ারকে নিজের প্রথম শিকারে পরিণত করেন এবাদত হোসেন। এরপর লোয়ার অর্ডারে রবিচন্দন অশ্বিন ও কুলদ্বীপ যাদব ৯২ রানের জুটি গড়ে দলের রান চারশ’র কাছাকাছি নিয়ে যান। দলীয় ৩৮৫ রানের মাথায় ব্যক্তিগত ৫০ রান করে সাজঘরের পথ ধরেন অশ্বিন। এরপর কুলদ্বীপের ৪০ রানের সঙ্গে উমেশ যাদবের অপরাজিত ১৫ রানে সবকটি উইকেট হারিয়ে ৪০৪ রান করে লোকেশ রাহুলের দল। বাংলাদেশের পক্ষে বোলিংয়ে স্পিনার তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ ৪টি করে উইকেট নেন।

নিজেদের ইনিংস শুরুতেই নাজমুল হোসেন শান্ত ও ইয়াসির আলী রাব্বির উইকেট হারায় বাংলাদেশ। শান্তর গোল্ডেন ডাকের পর রাব্বি ফেরেন মাত্র ৪ রান করে। এরপর অভিষিক্ত ওপেনার জাকির হাসানকে ইনিংস মেরামতের আভাস দেন লিটন দাস। কিন্তু রানের বহর বাড়েনি। ১০২ রানে ৮ উইকেট হারিয়ে ফলো অনে পড়ে যাওয়ার শঙ্কায় পড়ে যায় টাইগাররা। তবে মেহেদী মিরাজ এবং এবাদত হোসেন ক্রিজে টিকে থেকে ১৩৩ রানে দিন পার করেছেন।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2022
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া