adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ গোল, রোনালদোকে ছাড়িয়ে মেসির রেকর্ড

স্পোর্টস ডেস্ক: ইউরোপিয়ান ফুটবলের মৌসুম প্রায় শেষ। এই সময়ে বিশ্বের সেরা তারকা লিওনেল মেসির হাতে ধরা দিলো দারুণ এক অর্জন। ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে এই মহাতারকা গড়লেন ইউরোপের শীর্ষ পাঁচ লিগের হিসাবে সর্বোচ্চ গোলের রেকর্ড। – গোল ডটকম

পর্তুগিজ মহাতারকা রোনালদো ৪৯৫ গোল করেছিলেন ৬২৬ ম্যাচে। আর্জেন্টাইন জাদুকর তাকে ছাড়িয়ে গেলেন কেবল ৫৭৭ ম্যাচেই। চার ম্যাচ ধরে গোল পাননি মেসি। তার ‘খরা’ কাটানো গোল দিয়েই পিএসজি জিতল লিগ ওয়ানে রেকর্ড ১১তম শিরোপা। ১০টি লা লিগা শিরোপা থাকা মেসির এটি সব মিলিয়ে ১২তম লিগ শিরোপা। তার চেয়ে বেশি জিতেছেন কেবল রায়ান গিগস- ১৩টি। এবারের লিগ ওয়ানের শিরোপা জিতে এক সময়ের সতীর্থ দানি আলভেসের পাশে বসলেন মেসি। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের মতো আর্জেন্টাইন মহাতারকারও শিরোপাও হলো ৪৩টি। – মার্কা

পিএসজির হয়ে লিগ ওয়ানে দুই আসর মিলিয়ে এখন পর্যন্ত ৫৭ ম্যাচে ২২ গোল করেছেন মেসি। বার্সেলোনায় দীর্ঘ ক্যারিয়ারে লা লিগায় ৫২০ ম্যাচে তিনি করেন ৪৭৪ গোল। যা এক ক্লাবে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোলের রেকর্ডও।
আপাতত সৌদি আরবের শীর্ষ লিগে খেলা রোনালদো ক্যারিয়ার শুরু করেন স্পোর্টিং সিপির হয়ে। সেরা সময় কাটান রিয়াল মাদ্রিদের হয়ে। লি লিগায় ২৯২ ম্যাচে করেন ৩১১ গোল।

জুভেন্টাসের হয়ে সেরি আয় চার মৌসুমে রোনালদো ৯৮ ম্যাচ খেলে করেন ৮১ গোল। দুই দফায় ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২৩৬ ম্যাচে ১০৩ গোল করে ওই চূড়ায় উঠেছিলেন তিনি।-বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকম
লিগ ওয়ানের শেষ রাউন্ড দিয়ে পিএসজির সঙ্গে শেষ হচ্ছে মেসির চুক্তির মেয়াদ। অনেক জল্পনা-কল্পনা থাকলেও এখনও ভবিষ্যৎ নিয়ে কিছু বলেননি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া