adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

১৮ জেলায় ৪শ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

image_71144_0ঢাকা: দুর্বৃত্তদের হামলা, ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ ও ব্যালট বাক্স ছিনতাই হওয়ার কারণে সারাদিনে  দেশের ৪শটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ছিলো। ভোটগ্রহণের পরিবেশ না থাকায় এ কেন্দ্রগুলোকে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার স্থগিত ঘোষণা করেন। তবে এ সংখ্যা আর বাড়তে বলে সূত্র জানিয়েছে।

নির্বাচন কমিশনের একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে কমিশন থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত কেন্দ্রের তালিকা হয়নি।

সূত্র জানায়, ১৮টি জেলার ৩১টি আসনের ৪শটি কেন্দ্রকে দিনের বিভিন্ন সময়ে স্থগিত ঘোষণা করা হয়। ঝুঁকিপূর্ণ পরিস্থিতি ও কোন কোন কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই, অগ্নিসংযোগ ও হামলা চালানোয় এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

স্থগিত কেন্দ্রগুলোর মধ্যে জামালপুরে ২টি, দিনাজপুর-৪ আসনের ১৪টি, একই জেলার ৫ আসনের ১টি, নীলফামারী-১ আসনে ৫টি ও ৩-এ ৪টি, লালমনিরহাট-১ আসনের ১টি, রংপুর-৩ আসনের ৩টি ও ৪ আসনের ৪১টি, গাইবান্ধা-১ আসনে ২টি, ৩ আসনে ২১টি ও ৪ আসনে ২০টি, হবিগঞ্জ-২ আসনের ২টি এবং কুমিল্লা-৯ আসনের ৪টি কেন্দ্র উল্লেখযোগ্য।

এর মধ্যে সর্বাধিক কেন্দ্র স্থগিত করা হয় গাইবান্ধা জেলায়।  

রংপুর-৪ আসনের (পীরগাছা-কাউনিয়া) দেউতি ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার মনোয়ার হোসেন বাংলামেইলকে জানান, হামলাকারীরা ব্যালট পেপার পুড়িয়ে দেয়ায় ভোটগ্রহণ স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে রোববার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ জানান, যেসব কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়েছে নিয়মানুযায়ী ২৪ জানুয়ারির মধ্যে সেসব কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের নির্বাচেনে মোট ভোটার সংখ্যা ৯ কোটি ১৯ লাখ ৬৬ হাজার ২৯০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ কোটি ৬১ লাখ ২৩ হাজার ৩১৮ জন। নারী ভোটার ৪ কোটি ৫৮ লাখ ৪২ হাজার ৯৭২ জন। নির্বাচন পরিচালনাকারী রিটার্নিং অফিসার ৬৬ জন, সহকারী রিটার্নিং অফিসার ৫৭৭ জন। পোলিং অফিসার ১ লাখ ৮২ হাজার ৪২৬জন। মোট ভোটকেন্দ্র ১৮ হাজার ২০৯টি।

তবে ১৫৩টি আসনে নির্বাচন না হওয়ায় ১৪৭ আসনে মোট ভোটার সংখ্যা দাঁড়ায় ৪ কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ৯৩৮ জন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৩৯০ জন। ভোটকেন্দ্র ১৮ হাজার ২০৯টি।

এ নির্বাচনে যেসব দল অংশ নিচ্ছে- আওয়ামী লীগ, জাপা (এরশাদের একাংশ), জাসদ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, গণফ্রন্ট, জেপি, ওয়ার্কার্স পার্টি, ইসলামিক ফ্রন্ট, খেলাফত মজলিস, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), বিএনএফ ও গণতন্ত্রী পার্টি। এদের মধ্যে জাসদ, তরিকত ফেডারেশন, ওয়ার্কার্স পার্টির ১০ জনই প্রার্থী নৌকা প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া