adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আবহাওয়া – দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা

Flood1440082383নিজস্ব প্রতিবেদক : টানা বৃষ্টির কারণে সিলেট, সুনামগঞ্জ, ফেনী, কক্সবাজার ও বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
 
বৃহস্পতিবার বন্যা পূর্বাভাস ও সতর্কিকরণ কেন্দ্রের বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, দেশের প্রধান নদ-নদীগুলোর পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে। এটা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
পাউবোর ৮৫টি পানি মনিটরিং স্টেশনের মধ্যে ৭১টি স্থানে পানি বৃদ্ধি ও নয়টি স্থানে পানি হ্রাস পেয়েছে। দুটি স্থানে অপরিবর্তিত রয়েছে। একটির তথ্য পাওয়া যায়নি। ১৩টি স্থানে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
 
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফেনীতে ৯১ মিলিমিটার। এ ছাড়া ঢাকায় ৬৮, টাঙ্গাইলে ২২, ফরিদপুরে ৪৬, মাদারীপুরে ১২, চট্টগ্রামে ৪৮, কুমিল্লায় ৩০, চাঁদপুরে ১১, ময়মনসিংহে ২৩, রাজশাহীতে ৭, বগুড়ায় ১৭, রংপুরে ১৬, দিনাজপুরে ৭৫, খুলনায় ৩৭, সাতীরায় ১২, যশোরে ৭, চুয়াডাঙ্গায় ৪০, বরিশালে ১২, পটুয়াখালীতে ৬৭, ভোলায় ১২, সিলেটে ৫১ এবং শ্রীমঙ্গলে ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
 
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দেশের অন্যত্র মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
 
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমী বায়ুর বর্ধিতাংশের অ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারী অবস্থায় রয়েছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া