adv
৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রোববার অর্ধদিবস হরতাল ডেকেছে ছাত্রসেনা

ছাত্রসেনা১নিজস্ব প্রতিবেদক : সকাল-সন্ধ্যার পরিবর্তে রোববার দেশব্যাপী অর্ধদিবস হরতাল ডেকেছে ইসলামী ছাত্রসেনা। বন্যা কবলিত জেলাগুলোতে ত্রাণ সরবরাহ ও হজ যাত্রীদের কথা বিবেচনা করে হরতালের সময়সূচি কমিয়েছে ছাত্রসেনা।
শনিবার রাজধানীর ফকিরাপুলের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ইসলামী ছাত্রসেনার সভাপতি নুরুল হক চিশতী। বিকেলে জাতীয় প্রেসক্লাব থেকে হরতালের সমর্থনে একটি মিছিল করা হবে বলে জানান তিনি। নুরুল হক চিশতী বলেন, ‘হরতাল হবে শান্তিপূর্ণ। কিন্তু কোনো গোষ্ঠী যদি আমাদের নাম নিয়ে গাড়ি ভাঙচুর বা অরাজকতা সৃষ্টি করে তার জন্য আমরা দায়ী থাকব না।’
এদিকে রোববার দুপুরে ছাত্রলীগের সমাবেশ প্রসঙ্গে চিশতী বলেন, ‘ছাত্রলীগের সমাবেশ হবে বেলা ৩টায়। আর হরতাল শেষ হবে ২টায়। তাই হরতালে ছাত্রলীগের সমাবেশে কোনো প্রভাব ফেলবে না।’ তবে হজযাত্রী পরিবহণ ও বন্যা কবলিত জেলাগুলো হরতালের আওতামুক্ত থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া