adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বের ‘সবচেয়ে বড়’ যাত্রীবাহী বিমান আনছে বোয়িং

full_1843911390_1441462360ডেস্ক রিপোর্ট : রাইটস ভাইদের বিমান আবিষ্কারের পর থেকেই বিশ্বের তাবত আকাশযান নির্মাতাদের ল্যই ছিল প্রতিনিয়ত নিজেদের ছাড়িয়ে যাওয়ার। ১৯১৬ সালে যুক্তরাষ্ট্রে বোয়িং কোম্পানি বিমান বানানো শুরুর পর থেকে ‘আরো বড়, আরো শক্তিশালী’ যাত্রী-মালবাহী এবং যুদ্ধবিমান তৈরির চ্যালেঞ্জ নেয়। সেই চ্যালেঞ্জে সফলতা এসেছে বৈকি! আর তাই আকাশে সহজলভ্য উড়ানের এই সময়ে এসে বোয়িংয়ের সুবিধাই বেশি নিচ্ছে মানুষ।

বোয়িং কোম্পানি এবার ঘোষণা দিয়েছে পৃথিবীর সবচেয়ে বড় বিমান নির্মাণের। প্রতিষ্ঠানটির ঘোষণা অনুযায়ী তাদের নির্মিত ‘বোয়িং ৭৭৭-৯এক্স’ নামের বিমানটিই হবে পৃথিবীর সবচেয়ে বড় বিমান। বিমান নির্মাতা প্রতিষ্ঠানটির বরাত দিয়ে ডেইলি মেইল জানায়, বিমানটির ডানা হবে ২৩৫ ফুট। দীর্ঘাকৃতির এ ডানা ভাঁজ করে রাখা যাবে। বর্তমানে সর্ববৃহৎ বিমান ড্রিমলাইনার ৭৮৭-এর তুলনায় ৭৭৭-৯এক্স এর কেবিন, দরজা আরো বড় ও উন্নত।

দুই ইঞ্জিনের এ বিমানের উৎপাদন শুরু হবে ২০১৭ সালে। যাত্রীবাহী অন্যসব বাণিজ্যিক বিমানের চেয়ে ১২ শতাংশের কম জ্বালানি খরচ হবে এই আকাশযানে।
বোয়িং জানিয়েছে, এরই মধ্যে ‘৭৭৭-৯এক্স’ মডেলের ৩২০টি উড়োজাহাজের অর্ডার মিলেছে। মিনাসোটায় অবস্থিত বোয়িংয়ের ‘এভিরত্তি’ কারখানায় এরই মধ্যেই শুরু হয়েছে নতুন এই বিমান তৈরির কাজ। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী কারখানাটির ভেতরে ২৫টি ফুটবল মাঠের সমান জায়গা রয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2015
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া