adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিয়ে ভারতের গড়িমসি

icc_world_t201455736080স্পোর্টস ডেস্ক : ৮ মার্চ মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০১৬। হাতে সময় আছে মাত্র ১৮ দিন। কিন্তু এখনো টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট ছাড়ার নাম নেই আয়োজক ভারতের! ক্রিকেটপ্রেমীরা টিকিটের জন্য অধীর হয়ে অপেক্ষা করছেন। আইসিসির অন্যান্য বৈশ্বিক টুর্নামেন্টের টিকিট কমপক্ষে ছয় মাস আগ থেকে পাওয়া যায়। কিন্তু জনপ্রিয় টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট টুর্নামেন্ট শুরু হওয়ার ১৮ দিন আগেও পাওয়া যাচ্ছে না। বিষয়টি ভাবিয়ে তুলছে ক্রিকেটপ্রেমীদের।
 
বিশ্বকাপের খেলা দেখতে আগ্রহী বিশ্বব্যাপী অনেক ক্রিকেটপ্রেমীর ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। তাদের মুখে একটাই প্রশ্ন, কখন ছাড়া হবে বিশ্বকাপের টিকিট? কবে, কোথায়, কোন ওয়েবসাইটে পাওয়া যাবে টিকিট!
 
আইসিসির বৈশ্বিক একটি ইভেন্ট হিসেবে টুর্নামেন্ট শুরুর কয়েক মাস আগে থেকেই টিকিট ছাড়ার কথা। কিন্তু তিন মাসেরও কম সময় আগে টুর্নামেন্টের সময়সূচি প্রকাশ করে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। এতে ভারতের ক্রিকেটপ্রেমীদের কোনো সমস্যা না হলেও বিদেশি যেসব দর্শক ভারতে এসে প্রিয় দলের খেলা দেখার জন্য পরিকল্পনা করছেন তাদের বেশ বিপাকে পড়তে হচ্ছে। কারণ, তারা সূচি দেখে, অনলাইনে টিকিট করে তারপরও ভারতে আসবে বিশ্বকাপের খেলা দেখতে।
 
২০১১ বিশ্বকাপের টিকিট নিয়ে ভারত যা করেছিল সেই স্মৃতি এখনো ক্রিকেটপ্রেমীদের মনে তরতাজা হয়ে আছে। সে সময় টিকেট প্রত্যাশীদের লাঠিচার্জ করা হয়। টিকিট পাওয়ার ওয়েবসাইট ক্রাশ করে। অনেক দর্শক অনলাইনে টিকিট বুক করেও সেটা পায়নি। এবার টুর্নামেন্ট শুরুর ১৮ দিন আগেও টিকিট ছাড়েনি ভারত। সঙ্গত কারণেই বিষয়টি নিয়ে বেশ শঙ্কার মধ্যে রয়েছে লাখ লাখ টিকিট প্রত্যাশীরা।
 
এ বিষয়ে আইসিসিও ইতিমধ্যে তাড়া দিয়েছে বিসিসিআইকে। জানতে চেয়েছে কেন টিকিট ছাড়তে তারা গড়িমসি করছে। জবাবে অগ্রহণযোগ্য যুক্তি দেখিয়েছে বিসিসিআই। তাদের মতে সময় যত গড়াবে ততোই টিকিটের কাটতি বাড়বে।
 
আইসিসির আগের আসরগুলো বিশ্লেষণ করলে দেখা যায় কমপক্ষে ছয় মাস আগে টিকিট ছাড়া হয়েছিল। উদাহরণ স্বরূপ ২০১১ বিশ্বকাপের সহ-আয়োজক বাংলাদেশ ও শ্রীলঙ্কা ২০১০ সালের জুন মাসের ১ তারিখ টিকিট ছেড়েছিল। ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক শ্রীলঙ্কা টিকিট ছেড়েছিল টুর্নামেন্ট শুরুর ছয় মাস আগে। ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের সাড়ে পাঁচমাস আগে নোটিশ দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ, যারা ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছিল তারা ২০১৩ সালের ১৭ নভেম্বর টিকিট ছেড়েছিল। এমন কী দক্ষিণ আফ্রিকা যারা প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছিল তারাও তিন মাস আগে দর্শকদের জন্য টিকিট ছেড়েছিল।
 
কিন্তু ভারত, টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ১৮ দিন আগেও টিকিট ছাড়ার নাম মুখে নিচ্ছে না। দেরি হোক আর যাই হোক, বৈশ্বিক দর্শকরা যাতে ঝুট-ঝামেলাবিহীনভাবে টিকিট পেতে পারে ও মাঠে বসে খেলা দেখতে পারে সেই বিষয়টি নিশ্চিত করতে হবে ভারতকে। ২০১১ সালের সেই স্মৃতির পুনরাবৃত্তি চায় না ভারতের ক্রিকেটপ্রেমীরাও।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2016
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
29  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া