adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিজিবিকে প্রশিক্ষণ দেবে বিএসএফ

বিজিবি-বিএসএফ {focus_keyword} বিজিবিকে প্রশিক্ষণ দেবে বিএসএফ 2o4r21gf e1409055034288ডেস্ক রিপোর্ট : বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) প্রশিক্ষণ দেবে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। আজ দুপুরে রাজধানী পিলখানার বিজিবি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ এ কথা জানান। সম্মেলনে ২০-২৫ আগস্ট ভারতের দিল্লিতে সদ্য সমাপ্ত বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলনের বিষয়বস্তু তুলে ধরা হয়। বিজিবির মহাপরিচালক বলেন, ‘বিএসএফের পক্ষ থেকে সীমান্ত ব্যবস্থাপনাসহ যে ৪টি বিষয়ে প্রশিক্ষণের প্রস্তাব দেয়া হয়েছিল সেটিতে সম্মত হয়েছে বিজিবি। আগামী নভেম্বরে প্রশিক্ষণের জন্য বিজিবির কর্মকর্তাদের ভারতে পাঠানো হতে পারে।’ যে ৪টি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে সেগুলো হচ্ছে- জুনিয়র ও সিনিয়র কর্মকর্তাদের সীমান্ত ব্যবস্থাপনা প্রশিক্ষণ, বোমা শনাক্ত ও নিষ্ক্রিয়করণ এবং শিকারি কুকুরের ব্যবস্থাপনা প্রশিক্ষণ।মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘বিএসএফ ৭১টি বিচ্ছিন্নতাবাদী ঘাঁটির তালিকা বিজিবিকে দিয়েছে। যেসব স্থান দিয়ে চোরাচালান হয়, দুই পক্ষই সেগুলো শনাক্ত করবে। একই সঙ্গে প্রতিবছর তা হালনাগাদ করা হবে। বিএসএফ ফেলানী হত্যাকাণ্ডের বিষয়টি পুনঃতদন্ত করার আশ্বাস দিয়েছে। তারা এখন সীমান্তে প্রাণঘাতী কোনো অস্ত্র ব্যবহার করে না বলে জানিয়েছে।’ এছাড়া বিজিবির পক্ষ থেকে বিএসএফকে ফেনসিডিল তৈরির কারখানার তালিকা দেয়া হয়েছে। জবাবে তারা বলেছে, ভারতে ফেনসিডিল ওষুধ হিসেবে ব্যবহৃত হয় তবে এটি চোরাচালান বন্ধে পদক্ষেপ নেয়া হবে।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া