adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পরিবেশ অধিদফতর ও বিআইডব্লিউটিএ’র পরিচালককে হাইকোর্টে তলব

ঢাকা: বুড়িগঙ্গা নদীর উপর স্থাপনা নির্মাণ বন্ধে পদক্ষেপ না নেয়ায় পরিবেশ অধিদফতর ও বাংলাদেশ অভ্যন্তরীন  নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)’র দুই পরিচালককে তলব করেছেন হাইকোর্ট ।

আগামী ৮ এপ্রিল (বিআইডব্লিউটিএ)ও পরিবেশ অধিদফতরের পরিচালককে আদালতে হাজির হয়ে নদী দখল বন্ধে ব্যবস্থা না নেয়ার বিষয়ে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দিয়েছেন।

আদালেতের নির্দেশনা বাস্তবায়ন না করায় মানববধিকার সংগঠন হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশ এর জনস্বার্থে করা এক আবেদনের শুনানি শেষে হাইকোর্টের বিচারতি আশফাকুল ইসলাম ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।   

একই সঙ্গে বুড়িগঙ্গা দখল করে ওরিয়ন গ্রুপের স্থাপনা নির্মাণ কাজের ওপর স্থিতিবাস্থা জারি করেছেন।

অন্য এক আদেশে আদালত বলেন, এসব নির্মাণ কাজের ওপর স্থিতিবাস্থা বজায় রাখার তদারকি করার জন্য ওই দুই পরিচালককে নির্দেশ দেয়া হয়েছে।

আবেদনকারী আইনজীবী জানান, এর আগে নারায়ণগঞ্জ এলাকার বুড়িগঙ্গার ওপর ওরিয়ন গ্রুপের সব অবৈধ স্থাপনা অপসারণ করার নির্দেশ দেন আদালত। কিন্তু তারা আদালতের সেই আদেশ পালন করেননি।

এর আগে গত ৩ মার্চ এ বিষয়ে ব্যবস্থা নিতে  সরকারকে আইনি নোটিশ পাঠান সুপ্রীম কোর্টের মনজিল মোরসেদ।

এর আগেও বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু এবং তুরাগ নদী রক্ষায় ২০০৯ সালে আদেশ দিয়েছিলেন আদালত।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া