adv
৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বের সেরা শহর মেলবোর্ন – নিকৃষ্ট শহরে ঢাকা দ্বিতীয়

865384-2fde2210-2767-11e4-a9df-29aa57e785d4আন্তর্জাতিক ডেস্ক : বসবাসের জন্য পৃথিবীর ১৪০টি দেশের মধ্যে ১৩৯তম হয়ে বিশ্বের দ্বিতীয় নিকৃষ্টতম শহরের তালিকায় স্থান পেয়েছে ঢাকা। অন্যদিকে বসবাসের জন্য সেরা তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন।
যুক্তরাজ্যভিত্তিক ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) জরিপে গত বছরও একই অবস্থান ছিল ঢাকার। স্বাস্থ্যসেবা, শিক্ষা, অবকাঠামো, স্থিতিশীলতা, সংস্কৃতি ও পরিবেশের মতো নিয়ামকের ভিত্তিতে পৃথিবীর সবচেয়ে বাসযোগ্য ও বসবাসের জন্য নিকৃষ্ট শহরের তালিকা প্রকাশ করে থাকে ইআইইউ।
ইআইইউ এর প্রকাশিত তালিকায় বসবাসের জন্য নিকৃষ্ট শহরের ক্ষেত্রে ঢাকার আগে কেবল যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্কের অবস্থান। সংঘাতময় বিভিন্ন অঞ্চলে অবস্থিত শহরগুলো স্থিতিশীলতার অভাবে বসবাসের জন্য তালিকার নিচের দিকে স্থান পেলেও অবকাঠামো, হাসপাতালে রোগীর চাপ, পণ্য, সেবা ও বিনোদনমূলক কার্যক্রমের অভাবের কারণে তালিকায় নিচের দিকে অবস্থান পেয়েছে ঢাকার মতো অনেক শহর।
ইআইইউ এর তালিকায় বসবাসযোগ্য শহরের তালিকায় প্রথম অবস্থানে আছে অস্ট্রেলিয়ার শহর মেলবোর্ন। শহরটি চার বছর ধরে সবচেয়ে বসবাসযোগ্য শহরের তালিকার শীর্ষ  স্থানটি ধরে রেখেছে। এ ছাড়া অ্যাডিলেড, পার্থ ও সিডনি-অস্ট্রেলিয়ার এই তিন শহরের অবস্থানও রয়েছে বসবাসযোগ্য প্রথম ১০টি দেশের তালিকায়।
1298_v ইআইইউ এর তালিকা অনুযায়ী বসবাসের জন্য পৃথিবীর সেরা ১০টি শহর হলো-
১. মেলবোর্ন, অস্ট্রেলিয়া
২. ভিয়েনা, অস্ট্রিয়া
৩. ভ্যানকুবার, কানাডা
৪. টরেন্টো, কানাডা
৫. অ্যাডিলেড, অস্ট্রেলিয়া
৬. ক্যালগারি, কানাডা
৭. সিডনি, অস্ট্রেলিয়া
৮. হেলসিংকি, ফিনল্যান্ড
৯. পার্থ, অস্ট্রেলিয়া
১০. অকল্যান্ড, নিউজিল্যান্ড।
অপরদিকে ১৪০টি দেশের মধ্যে বসবাসের জন্য নিকৃষ্ট ১০ শহরের তালিকায় রয়েছে-
১৩১. আবিদজান, আইভোরিকোস্ট
১৩২. ত্রিপোলি, লিবিয়া
১৩৩. দৌয়ালা, ক্যামেরুন
১৩৪. হারারে, জিম্বাবুয়ে
১৩৫. আলজিয়ার্স, আলজেরিয়া
১৩৬. করাচি, পাকিস্তান
১৩৭. লাগোস, নাইজেরিয়া
১৩৮. পোর্ট মুর্সোবি, পাপুয়া নিউগিনি
১৩৯. ঢাকা, বাংলাদেশ
১৪০. দামেস্ক, সিরিয়া
সূত্র: ওয়েবসাইট

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া