adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হাজী সেলিমের নেতৃত্বে স্বতন্ত্র এমপিদের পৃথক জোট

Unmv-fryvz-fz20140123195500ঢাকা: দশম জাতীয় সংসদে নির্বাচিত স্বতন্ত্র সাংসদরা প্রথমবারের মতো আলাদা জোট গঠন করেছেন। জোটের নাম দেওয়া হয়েছে ‘স্বতন্ত্র জোট’। ইতোমধ্যে জাতীয় সংসদের গণসংযোগ বিভাগ থেকে আলাদা করে তাদের একটি নামের তালিকা পাঠানো হয়েছে। 



নতুন এই জোটের সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা-৭ আসনের স্বতন্ত্র সাংসদ হাজী মো: সেলিম। মোট ১৫ সদস্য বিশিষ্ট এই জোট গঠন করা হয়েছে।



এছাড়া কুমিল্লা-৪ আসনের রাজীব মো: ফখরুল সদস্য সচিব, মো: রুস্তম আলী ফরাজী (পিরোজপুর-৩) সহ-সভাপতি, কামরুল আশরাফ (নরসিংদী ২) সদস্য নির্বাচিত হয়েছেন।



বৃহস্পতিবার বিকেলে জোটের ১২ জন সদস্য এ নিয়ে সংসদে একটি মিটিং করে। 



এ বিষয়ে হাজী মো: সেলিম বলেন, ১২ জন সদস্য নিয়ে আমরা মিটিং করেছি। বাকি ৩ জনও জোটে থাকার সম্মতি জানিয়েছেন। 



তিনি বলেন, আমরা স্বতন্ত্র জোট হিসেবে সংসদের আভাস বুঝে কথা বলব। সাদাকে সাদা বলব, কালোকে কালো।



তিনি আরো বলেন, জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি আওয়ামী লীগে ছিলাম, আছি। নতুন এই জোটের মাধ্যমে আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব।



জাতীয় সংসদের সিনিয়র সচিব আশরাফুল মকবুল জানান, প্রতি সংসদ শুরু হওয়ার আগে নির্বাচিতদের দলওয়ারি নামের তালিকা পাঠানো হয়। এবারও তাই পাঠানো হয়। যেহেতু এবার স্বতন্ত্র সংসদ সদস্য বেশি তাই তাদের আলাদা একটি তালিকা দেওয়া হয়েছে। এখন এটি জোট হবে কিনা সেটা তাদের দলীয় বা ব্যক্তিগত সিদ্ধান্ত।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া