adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ডাকাত দলের অভাবনীয় ‘ভদ্রতা’

106143_1আন্তর্জাতিক ডেস্ক : ব্যাংকে ঢুকেই ঠান্ডা গলায় তাদের আবেদন ছিল‘একটু সহযোগিতা করবেন প্লিজ। আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি। টাকাটা নিয়েই চলে যাব।’
তাড়াহুড়ো, হইচই, শাসানি এমনকী চেঁচামেচি ব্যাংক ডাকাতির চেনা হট্টগোল এক্কেবারে অনুপস্থিত।
মঙ্গলবার সকালে, ব্যান্ডেলের জিটি রোডের ধারে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে শাখায় নিতান্ত আটপৌরে চেহারার জনা দশেক দুষ্কৃতী, শান্ত পায়ে ঢুকে ততোধিক ঠাণ্ডা গলায় গ্রাহক ও  ব্যাংক কর্মীদের অনুরোধ-উপরোধ করে লুঠ করে নিয়ে গেল প্রায় ১৪ লক্ষ টাকা।
এ দিন সকালে, তখন সবে খুলেছে ব্যাংক। প্লাস্টিকের চেয়ার টেনে সিঁড়ির মুখে মাঝবয়সী প্রহরী সবে বসতে যাবেন, জনা দশের দুষ্কৃতী তর তর করে উঠে এল দোতলায় ব্যাংকের ওই শাখায়।
প্রহরীর মাথায় চেপে ধরা হল আগ্নেয়াস্ত্র। হাত থেকে কেড়ে নেওয়া হল বন্দুক। তারপর নির্দেশ এল, ‘কথা না বাড়িয়ে ঢুকে পড়–ন ব্যাংকে।’ 
আর তার চেয়ারে প্রহরী সেজে বসে পড়ল দলের এক সাগরেদ। ব্যাংক কর্মীরা জানান, ডাকাতি করার সময়েও দুষ্কৃতীদের গলায় কোনো উত্তাপ বা উষ্মার ছোঁয়া পাননি তারা। একই অভিজ্ঞতা ব্যাংকে আসা গ্রাহকদের। দুষ্কৃতীরা সটান ম্যানেজারের ঘরে ঢুকে তার মাথায় বন্দুক ঠেকিয়ে ঠাণ্ডা গলায় চাবি চেয়ে নিয়ে ভল্ট খুলে দ্রুত বের করে নেয় টাকার বান্ডিল।

এই সময়ে গ্রাহকদের অভয় দিয়ে দুষ্কৃতীদের এক জনকে বলতে শোনা যায়, ‘প্লিজ কেউ চেঁচামেচি করবেন না। আপনাদের কাছ থেকে কিছুই নেব না আমরা। যা নেওয়ার ব্যাংক থেকেই নেব। শুধু মোবাইলগুলো এক জায়গায় রাখুন। ফোন করার চেষ্টা করে বিপদ বাড়াবেন না প্লিজ।’
বলা বাহুল্য, ব্যাংকে উপস্থিত জনা কয়েক গ্রাহক তাদের কথা অমান্য করেননি। ব্যাংকেও ওই সময়ে জনা দশেক কর্মী এসে গিয়েছিলেন। তাদের কাছ থেকেও মোবাইল নিয়ে রেখে দেওয়া হয় একটি ব্যাগে। তারপর সবাইকে ভল্টে ঢুকিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করার আগে ডাকাতরা জানিয়ে যায়, ‘একটু অসুবিধা হবে। তবে পুলিশ এসে নিশ্চয় আপনাদের উদ্ধার করবে।’ 
এ দিন সকালে ব্যাংকে উপস্থিত ছিলেন ব্যান্ডেলের বাসিন্দা গোপাল চাকি। তিনি  বলেন, ‘ডাকাতদের কনফিডেন্স দেখে অবাক হয়ে গিয়েছি। জোরে কথা নেই, হুমকি নেই। চুপচাপ ডাকাতি করে বেরিয়ে গেল।’ 
সরকারি কর্মী সাধনা দাসও বেতন তুলতে ব্যাংকে এসেছিলেন। তার অভিজ্ঞতা, ‘টাকা তুলতে যাব, এমন সময় ডাকাত পড়ল। গম্ভীর গলায় বলল, মোবাইলগুলো এখন দিয়ে দিন, পরে যে যার নিজেরটা বেছে নিয়ে যাবেন। কোনো তাড়াহুড়ো নেই।’ ব্যাংক ম্যানেজার অনুজ কুমার বলেন, ‘ডাকাতি যে হল বুঝতেই পারলাম না। ঘটনাটা হঠাৎই ঘটে গেল।’ তবে ডাকাতির আগে, দুষ্কৃতীরা যে ওই শাখায় বেশ কয়েক দিন ধরে নজরদারি চালিয়েছিল তা তাদের মিনিট কুড়ির ‘নিশ্চুপ অপারেশন’ থেকেই স্পষ্ট।
হুগলি জেলার অতিরিক্ত পুলিশ সুপার কোটেশ্বর রাও অবশ্য বলছেন, ‘তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে কয়েক জায়গায় তল্লাশিও শুরু হয়েছে। ঠান্ডা গলায় তিনিও জানাচ্ছেন, শীঘ্রই ধরা পড়বে দুষ্কৃতীরা। সূত্র: আনন্দবাজার পত্রিকা

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া