adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রেলে বরাদ্দ বাড়বে

নিজস্ব প্রতিবেদক : ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে রেলপথ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে রেলের জন্য ছয় হাজার ৩৬৩ কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। যা গত অর্থবছরের তুলনায় ৭৭৪ কোটি টাকা বেশি।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ প্রস্তাব করেন। এ সময় তিনি বলেন, “আমরা সুলভ, নিরাপদ ও জ্বালানি সাশ্রয়ী যোগাযোগ মাধ্যম রেলের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছি এবং ভবিষ্যতে আমরা তা অব্যাহত রাখব।
মুহিত বলেন, রেল অবকাঠামো উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে বর্তমানে মোট প্রায় ৪৪১ কিলোমিটার দীর্ঘ নতুন রেললাইন নির্মাণ ও পুননির্মাণের কার্যক্রম চলমান রয়েছে।
২০১৩-১৪ অর্থবছরে রেলখাতের জন্য বরাদ্দ করা হয়েছিল পাঁচ হাজার ৫৮৯ কোটি টাকা। ২০১২-১৩ অর্থবছরে বরাদ্দ ছিল চার হাজার ৫৫৭ কোটি টাকা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া