adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন হবে : প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক : পাবত্য শান্তিচুক্তি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার সচিবালয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০১৪ এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি। সচিবালয় থেকে প্রধানমন্ত্রী বান্দরবানে অবস্থানরত স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমের সঙ্গে কথা বলে এর উদ্বোধন করেন।বান্দরবানবাসীসহ দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে- মশা মাছি দূরে রাখি, রোগ বালাই মুক্ত থাকি। প্রতিপাদ্যটি অত্যান্ত সময় উপযোগী হয়েছে।তিনি বলেন, স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার। জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার প্রত্যয় নিয়ে সরকার নিরলসভাবে কাজ করছে। ইতোমধ্যে মাতৃ ও শিশুস্বাস্থ্য উন্নয়নে সাফল্য অর্জিত হয়েছে। টিকাদান কর্মসূচির সাফল্য বিশ্বব্যাপি প্রশংসিত হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তর বিভিন্ন সংস্থার সঙ্গে যৌথভাবে  ডেগু প্রতিরোধে কার্যক্রম পরিকল্পনা, বাস্তবায়ন, ও মনিটরিং করছে জানিয়ে শেখ হাসিনা বলেন, এতে ডেগু জ্বরে মৃত্যুর সংখ্যা কমে এসেছে। বাংলাদেশে ১৯টি  জেলা ফাইলেরিয়া রোগপ্রবণ ছিল। ১৫টি জেলায় প্রাথমিকভাবে এ রোগ নির্মূল করা হয়েছে। বাকি চারটি জেলায় এবছরে নির্মূল করা হবে।তিনি বলেন, বাহকবাহিত রোগসমূহ নিয়ন্ত্রণ ও নির্মূলে সর্বাত্মক কার্যক্রম গ্রহণের ফলে বাংলাদেশ লক্ষ্যনীয় সাফল্য অর্জন করেছে। তাই আসুন বিশ্ব স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্যের আলোকে সবাই মিলে দেশব্যাপি বাহকবাহিত রোগ প্রতিরোধে কার্যকর ও জনগনের মাঝে সচেতনাতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশকে বাহকবাহিত রোগ থেকে মুক্ত রাখি।উল্লেখ, এবারের বিশ্ব স্বাস্থ্য দিবসের মূল অনুষ্ঠান পার্বত্য জেলার বান্দরবানে অনুষ্ঠিত হচ্ছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া