adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘৮০ দেশকে গাজা পুনর্গঠন সম্মেলনে দাওয়াত দেয়া হয়েছে’

ইসরাইলি হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকাআন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি জাতীয় ঐক্য সরকার এ পর্যন্ত  ৮০টি দেশকে গাজা সম্মেলনে যোগ দেয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। ফিলিস্তিনি জাতীয় ঐক্য সরকারের উপ প্রধানমন্ত্রী মুহাম্মাদ মুস্তাফা এ কথা জানিয়েছেন।
আগামী ১২ অক্টোবর মিশরের রাজধানী কায়রোয় আন্তর্জাতিক এ সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে।
 কায়রোয় অনুষ্ঠিত আরব লীগের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের বৈঠকে শেষে এক বিবৃতিতে মুহাম্মাদ মুস্তাফা এ কথা জানান। তিনি বলেন, ফিলিস্তিনের জাতীয় ঐক্য সরকার গাজাকে পুনর্গঠনের বিষয়ে তিন ধাপের পরিকল্পনা নিয়েছে যা বাস্তবায়ন হবে আগামী পাঁচ বছরে। কায়রোয় গাজা পুনর্গঠন বিষয়ক সম্মেলনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এ পরিকল্পনা পেশ করা হবে বলেও তিনি জানান।
 ফিলিস্তিনের উপ প্রধানমন্ত্রী জানান, ইহুদিবাদী ইসরাইলের বর্ববর আগ্রাসনে গাজার শিল্পাঞ্চল ও তার পার্শ্ববতী এলাকা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। তিনি বলেন, যুদ্ধবিরতির পর গাজার বিরাট সংখ্যক মানুষ নিজেদের ঘর-বাড়িতে ফিরতে পারলেও এখনো প্রায় ২০,০০০ পরিবারের এক লাখ মানুষ ঘর-বাড়ি ছাড়া রয়েছে। এসব মানুষকে ঘর-বাড়িতে ফেরার ব্যবস্থা করার জন্য সবার আগে কাজ করা হচ্ছে বলে জানান মুহাম্মাদ মুস্তফা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
September 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া