adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী গাজীপুর যাচ্ছেন স্কাউট জাম্বুরির উদ্বোধনে

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার গাজীপুরে আসছেন। তিনি গাজীপুরের কালিয়াকৈরে মৌচাকের জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত নবম বাংলাদেশ ও প্রথম সানসো স্কাউট জাম্বুরি-২০১৪ উদ্বোধন করবেন।সকাল ১০টায় ওই উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের সভাপতি মো. আবদুল করিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেবেন- বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও জাম্বুরি চীফ  মো. আবুল কালাম আজাদ ও জাম্বুরি সাংগঠনিক কমিটির সভাপতি  হেদায়েতুল্লাহ আল মামুন, এনডিসি। এ উপলক্ষ্যে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। দেশের বিভিন্নস্থান থেকে স্কাউট, স্বেচ্ছাসেবক ও স্কাউট কর্মকর্তাগণ প্রশিক্ষণ কেন্দ্রে এসে পৌঁছেছেন।জানা গেছে, আগামী ১১ এপ্রিল পর্যন্ত আটদিন ব্যাপি এ জাম্বুরি অনুষ্ঠিত হবে। ৪এপ্রিল শুক্রবার  থেকে শুরু হয় এ জাম্বুরি। এবারের জাম্বুরির থিম শান্তি ও সম্প্রীতির জন্য স্কাউটিং। জাম্বুরিতে দেশ বিদেশের প্রায় ৯ হাজার স্কাউট, স্বেচ্ছাসেবক ও স্কাউট কর্মকর্তা অংশগ্রহণ করছেন। এর মধ্যে নেপাল, শ্রীলংকা ও ভুটান  থেকে ২৭জন স্কাউট অংশগ্রহণ করবেন। জাম্বুরিতে মোট ১৩ অ্যাডভেঞ্চার ও কেন্দ্রিয় অনুষ্ঠানের সমন্বয়ে আকর্ষণিয়, উদ্দীপনামূলক, শিক্ষণীয় ও প্রতিযোগিতামূলক প্রোগ্রাম সাজানো হয়েছে।অংশগ্রহণকারী স্কাউটরা জাম্বুরিতে যুগোপোযোগী প্রোগ্রামে অংশগ্রহণ করে নিজেদের  যোগ্যতা যাচাই, অভিজ্ঞতা বিনিময়, বন্ধুত্ব স্থাপন ও নিজেকে সুযোগ্য করে গড়ে তোলার সুযোগ লাভ করবে।জাম্বুরি চলাকালে নারী স্কাউটিংয়ের ২০ বছর পূর্তি উদযাপন করা হবে বলে আয়োজকরা জানিয়েছে। জাম্বুরির বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার, সংসদ উপনেতা, মন্ত্রী পরিষদ সদস্য, সচিব ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।এবার জাম্বুরি প্রোগ্রামকে তিনটি অংশে ভাগ করা হয়েছে। এগুলোর মধ্যে প্রথম অংশের অ্যাডভেঞ্চার হবে প্রতিযোগিতামূলক। এই অ্যাডভেঞ্চারসমূহে অংশগ্রহণের মাধ্যমে স্কাউটরা জাম্বুরি স্টিকার অর্জনের পাশাপাশি ইউনিটসমূহের স্কাউট দক্ষতার মান পরিমাপ করতে পারবে। এ অংশের অ্যাডভেঞ্চারগুলো হলো- আমাদের তাঁবু, দক্ষতা ও মেধাবী।দ্বিতীয় অংশের অ্যাডভেঞ্চারগুলোতে অংশগ্রহণ করে স্কাউটরা জ্ঞান অর্জন ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি করতে পারবে। তৃতীয় অংশের কার্যক্রমগুলো মূলত কেন্দ্রীয়, ভিলেজ ও সাব ক্যাম্প ইভেন্ট হিসেবে বাস্তবায়িত হবে।স্কাউটাররা এই ইভেন্টে উদ্বোধন অনুষ্ঠান, ভিলেজ নাইট, প্রদর্শনী পল্লী, টপ অ্যাডভেঞ্চাস গেদারিং, ওল্ড স্কাউট রি-ইউনিয়ন, ইয়ূথ  জোন এবং গ্র্যান্ড ক্যাম্প ফায়ার ও সমাপনি অনুষ্ঠানসহ বিভিন্ন কার্যক্রম উপভোগ করবে।বাংলাদেশ স্কাউটসের উপ-পরিচালক (জনসংযোগ ও মার্কেটিং) ফারুক আহাম্মদ জানান, স্কাউটিং জাম্বুরির মাধ্যমে বিশ্বভ্রাতৃত্ব বন্ধনের সুযোগ পাওয়া যায়। স্কাউটরা নিজেদের যোগ্যতা, জ্ঞান উপস্থাপনের মাধ্যমে দক্ষতা ও নৈপূণ্যতা প্রদর্শনের সুযোগ পায়। স্কাউটরা নিজেদের সুযোগ্য করে গড়ে তোলার সুযোগ পায়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া