adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গান্ধী পরিবারের তিন জনকেই নেতৃত্বে চায় কংগ্রেস

আন্তর্জাতিক ডেস্ক : লোকসভা নির্বাচনে কংগ্রেসের শোচনীয় পরাজয়ের পর থেকেই জোরদার হচ্ছে দলে প্রিয়াঙ্কা গান্ধীকে আনার দাবি৷ একই সঙ্গে প্রশ্ন উঠছে, তবে কি রাহুল গান্ধীর দুর্বল নেতৃত্বকে সরিয়ে তার জায়গাতেই প্রিয়াঙ্কাকে আনার পরিকল্পনা চলছে? সেই সব জল্পনাকে নস্যাত্ করে বৃহস্পতিবার কংগ্রেসের মুখপাত্র জানালেন, গান্ধী পরিবারের তিন সদস্যকেই নেতৃত্বে চান দলের সদস্যরা৷
এ দিন এআইসিসি-র বৈঠকের পর কংগ্রেস মুখপাত্র শোভা ওঝার বক্তব্য, 'ভারতের সব কংগ্রেস কর্মীর দাবি, গান্ধী পরিবারের সব সদস্যই রাজনীতিতে আসুন৷ আমরা চাই, তারা সকলেই দলের নেতৃত্বে আসুন। এলাহাবাদে সম্প্রতি কংগ্রেসের একটি পোস্টার প্রকাশ পেয়েছে, যাতে দাবি করা হয়েছে, প্রিয়াঙ্কা শীঘ্রই সক্রিয় রাজনীতিতে যোগ দিতে চলেছেন৷ তা নিয়ে প্রশ্ন করা হলে এ কথা জানান কংগ্রেসের মুখপাত্র৷ কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী, সহ-সভাপতি রাহুল গান্ধী, সেক্ষেত্রে প্রিয়াঙ্কা কী পদ পেতে পারেন? জল্পনা জোরদার, উত্তরপ্রদেশে কংগ্রেসের সাধারণ সচিব হিসেবেই সক্রিয় রাজনীতির জীবন শুরু করবেন সোনিয়া-কন্যা প্রিয়াঙ্কা৷
উল্লেখ্য, দু'দিন আগেই গান্ধী পরিবারের ঘনিষ্ঠ নেতা অস্কার ফার্নান্ডেজ জানিয়েছিলেন, কংগ্রেসে প্রিয়াঙ্কার আরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন৷ আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব তাকে নিতে হবে৷ তবে, কি রাহুলের উপর বিশ্বাস হারিয়েই দলের এই দাবি? সে কথা মানতে চাননি ফার্নান্ডেজ। বলেছিলেন, 'এ ব্যাপারে কোনো তুলনাই চলে না। রাহুল সহ-সভাপতি, সোনিয়া গান্ধী সভানেত্রী। সেক্ষেত্রে অন্য সদস্যের যোগদান দলকে আরও মজবুত করবে৷' মাস কয়েক আগে কংগ্রেসের আরও এক শীর্ষ নেতৃত্ব জানিয়েছিলেন, প্রিয়াঙ্কার ভূমিকা রাহুলকে সরিয়ে দিয়ে তার জায়গা নেওয়া নয়, বরং দল পরিচালনার ক্ষেত্রে রাহুলকে সাহায্য করা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া