adv
৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গাড়ি পোড়ানোর মামলায় মির্জা ফখরুলের জামিন আবেদন

ছবি: বাংলানিউজটোয়েন্টফোর.কম/ ফাইল ফটোনিজস্ব প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকারবিরোধী আন্দোলনে গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যায় দায়ের করা পৃথক দুটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের আবেদন করা হয়েছে। রোববার সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করা হয়।জামিন আবেদনের বিষয়টি নিশ্চিত করেন মির্জা ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ। তিনি বলেন, জামিন আবেদন করা হলেও কবে নাগাদ শুনানি হবে তার দিন ধার্য করা হয়নি।এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি  পোড়ানোর মামলা ও বিএনপি অফিসের সামনে ভাংচুর সংক্রান্ত পৃথক দুটি মামলায় বিএনপির  নেতাকর্মীরা আদালতে হাজির হন।আদালতে হাজির হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়নুল আবদীন ফারুক, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জাগপা সভাপতি শফিউল আলম প্রধানসহ নেতারা। মামলা দুটির অভিযোগ (চার্জ) গঠনের শুনানির জন্য আগামী ৩০ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া