adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে এশিয়া একাদশের হয়ে বিরাট কোহলি খেলবেন একটি ম্যাচ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আগামী ১৮ থেকে ২৩ মার্চের মধ্যে মিরপুর স্টেডিয়ামে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করছে। দল গঠনের কাজও প্রায় শেষ করে এনেছে তারা। বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন গতকাল বলেছেন, বিশ্ব একাদশের জন্য ক্রিস গেইল, এবং লুঙ্গি এনগিদিদ ও ফাফ ডু প্লেসির মতো তারকা ক্রিকেটারদের সঙ্গে কথাবার্তা চলছে।

এশিয়া একাদশে বাংলাদেশ থেকে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মুস্তাফিজুর রহমান ও লিটন দাস থাকবেন দলে। বিসিবি সভাপতি বলেন, বাংলাদেশ থেকে যদি এক ম্যাচে বেশি খেলোয়াড় খেলাতে নাও পারি, তাহলে পরের ম্যাচে ঘুরিয়ে-ফিরিয়ে খেলাবো। তামিম ও মুশফিকের খেলা নিশ্চিত। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। মাহমুদউল্লাহ রিয়াদ ও মুস্তাফিজুর রহমানকে দ্বিতীয় ম্যাচে খেলানোর সুযোগ থাকবে। আরেকজন খেলোয়াড়ের থাকা নিয়েও আমাদের মধ্যে কথা হয়েছে। তিনি লিটন কুমার দাস।

পাপন বলেন, এশিয়া একাদশের দুটি ম্যাচের একটিতে খেলবেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ইতোমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই চারজন খেলোয়াড়ের নাম পাঠিয়েছে বিসিবির কাছে। তাদের মধ্যে আছেন, ঋশব পন্ত, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি এবং শিখর ধাওয়ান। কোহলি ছাড়াও একটি ম্যাচে অংশ নেবেন ভারতের ওপেনার লোকেশ রাহুল। এ ছাড়া আফগানিস্তান থেকে রশিদ খান এবং মুজিব উর রহমান খেলবেন এই ম্যাচে। শ্রীলঙ্কা থেকে খেলবেন লাসিথ মালিঙ্গা এবং থিসারা পেরেরা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
February 2020
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া