adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নেপাল গেলো বাংলাদেশ কিশোর ফুটবল দল

SAFনিজস্ব প্রতিবেদক : সাফ চ্যাম্পিয়নশিপে (অনূর্ধ্ব-১৫) অংশগ্রহণেরর লক্ষ্যে ১৬ আগস্ট বুধবার দুপুওে নেপাল রওনা হয় বাংলাদেশের কিশোর ফুটবলাররা। আগামী ১৮ থেকে ২৭ আগস্ট কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার কিশোর ফুটবলারদের এই শ্রেষ্ঠত্বের লড়াই। যেখানে বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। প্রতিপক্ষ ভুটান ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপের দলগুলো হচ্ছে- ভারত, মালদ্বীপ ও নেপাল।
দুই বছর আগে সিলেটে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল লাল-সবুজের কিশোররা। ঘরের মাঠে জয় করা সে ট্রফি ধরে রাখার চ্যালেঞ্জ এখন এ দলটির সামনে।
চ্যালেঞ্জটা এবার ভিনদেশে। যাওয়ার আগে দলের অধিনায়ক জিহাদ বলেছেন, তারা শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই নেপাল যাচ্ছেন। সামর্থ্যরে সবটুকু উজাড় করে খেলার প্রতিশ্রুতি দিয়েছেন বিকেএসপির এ ছাত্র।
বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ১৮ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে। ২২ আগস্ট দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ ভুটান। টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল ২৫ ও ২৭ আগস্ট।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া