adv
২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্টামফোর্ড ব্রিজে চেলসির হোঁচট

chelsea+2স্পোর্টস ডেস্ক : টানা তিন জয়ের পর আবার পয়েন্ট হারিয়েছে চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ঘরের মাঠে স্টোক সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে গতবারের চ্যাম্পিয়নরা।

স্টামফোর্ড ব্রিজে শনিবার ম্যাচের প্রথম সত্যিকারের সুযোগটি পায় স্টোক সিটি। তবে ২৩তম মিনিটে মামে বিরাম দিউফের লক্ষ্যভ্রষ্ট শটে বেঁচে যায় চেলসি।

চার মিনিট পর এগিয়ে যেতে পারতো গাস হিডিংকের শিষ্যরা। ব্রাজিলের ফরোয়ার্ড উইলিয়ানের শট অল্পের জন্য লক্ষ্যে না পৌঁছেনি।

৩৬তম মিনিটে আবার স্বাগতিক দলকে এগিয়ে নেওয়ার সুযোগ হাতছাড়া করেন দিউফ। পরের মিনিটে গ্যালারিকে উৎসবে মাতিয়ে চেলসিকে এগিয়ে নেন বার্ট্রেন্ড ট্রাউরে।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই চেলসির ওপর চাপ বাড়ায় স্টোক সিটি, যার ফল শেষটায় এসে পায় অতিথিরা।

দ্বিতীয়ার্ধে প্রতি-আক্রমণ থেকে ব্যবধান বাড়ানোর বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করে চেলসি।

৫৯তম মিনিটে জের্দান শাকিরির দারুণ একটি প্রচেষ্টা ঠেকিয়ে চেলসির ত্রাতা গোলরক্ষক থিবো করতোয়া। একের পর এক আক্রমণ করা অতিথিরা বারবার খেই হারায় প্রতিপক্ষের রক্ষণসীমায় গিয়ে।

৮৫তম মিনিটে শাকিরির ক্রস ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন করতোয়া। কিন্তু বল পেয়ে যান অরক্ষিত দিউফ। ছুটে এসে দারুণ হেডে বল জালে পাঠিয়ে সমতা আনেন কয়েকটি সুযোগ নষ্ট করা এই স্ট্রাইকার।
এই ড্রয়ে ২৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে রয়েছে চেলসি। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছে স্টোক সিটি।

অন্য ম্যাচে অ্যাস্টন ভিলাকে ৪-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ২৮ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে দলটি।

এর আগে দিনের প্রথম ম্যাচে টটেনহ্যাম হটস্পারের সঙ্গে ২-২ গোলে ড্র করে আর্সেনাল। এই ড্রয়ে শীর্ষে যাওয়ার সুযোগ হারায় টটেনহ্যাম; ২৯ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। ৫২ পয়েন্ট নিয়ে তৃতীয় আর্সেনাল। এক ম্যাচ কম খেলে লিগের শীর্ষে থাকা লেস্টার সিটির পয়েন্ট ৫৭।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া