adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সন্ধ্যায় বিসিবির দেয়া পুরস্কার ক্রীড়াবিদদের হাতে তুলে দিবেন প্রধানমন্ত্রী


BCBস্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে প্রভাবশালী সংস্থা। আর্থিকভাবেও অন্য সব ক্রীড়া ফেডারেশনের চেয়ে অনেকবেশি সচ্ছল বিসিবি। তাই ক্রিকেট ছাড়াও অনান্য খেলায় সাফল্য পাওয়া দলগুলোর জন্য পুরস্কার ঘোষণা দিয়ে থাকে বিসিবি। পিছিয়ে থাকা ফেডারেশনের জন্য দিয়ে থাকে অনুদান। গেল কয়েকমাসে এরকম বেশ কয়েকটি পুরস্কার ও অনুদান ঘোষণা করেছিল সংস্থাটি। রোববার (আজ) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেগুলো প্রদান করবেন।প্রধানমন্ত্রী ৩৪০ জন কৃতি ক্রীড়াবিদকে সংবর্ধনা দেবেন। গণভবনে আয়োজিত এই অনুষ্ঠানে ক্রীড়াবিদদের জন্য থাকছে অর্থ পুরস্কারও। গেল অক্টোবর থেকে এখন পর্যন্ত দেশের খেলাধুলায় বিশেষ অবদান রেখেছেন যারা তাদের জন্যই থাকছে এই সংবর্ধনা ও অর্থ পুরস্কার। এই অনুষ্ঠানে বিসিবিও প্রধানমন্ত্রীর হাত দিয়ে তাদের ঘোষিত অর্থ পুরস্কার ও অনুদান দেবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক লোকমান হোসেন ভুঁইয়া শনিবার জানিয়েছেন, ‘অনুর্ধ্ব-১৬ নারী ফুটবল দল এএফসি চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্ব চ্যাম্পিয়ন হওয়ার পর বোর্ড সভাপতি পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছিলেন। সে ঘোষণা হিসেবে দলকে ১০ লাখ টাকা পুরস্কার দেয়া হবে। এ ছাড়া ক্রিকেট বোর্ড বাংলাদেশ হকি ফেডারেশনকে এবং বাংলাদেশ সুইমিং ফেডারেশনকেও ১ কোটি টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হবে।’
অন্যান্য খেলার পাশাপাশি বিসিবি পুরস্কৃত করবে বাংলাদেশ ক্রিকেট দলকেও। শ্রীলঙ্কায় তিন ফরম্যাটেই সিরিজ ড্র করেছিল টাইগাররা। তাই টেস্ট ও ওয়ানডে দল পাবে ১ কোটি টাকা 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া