adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কোহলি ও রোহিতকে বাদ দিয়ে তরুণদের টি-টোয়েন্টি দলে সুযোগ দিতে বললেন শাস্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: ২০২৪ সালের জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে ভারত। কিন্তু সেই টুর্নামেন্টে বিরাট কোহলি বা রোহিত শর্মার মতো মহাতারকাদের দলে না রাখার পক্ষেই বললেন ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রী।

তার মতে, আগামী প্রজন্মের কথা মাথায় রেখেই দল গড়া উচিত ভারতের। চলতি আইপিএলের ফর্ম দেখে যশস্বী জয়সওয়ালের মতো তরুণদের টি-টোয়েন্টিতে সুযোগ দেওয়া উচিত। আইপিএলে একেবারেই ফর্মে নেই বিরাট-রোহিতরা। ফলে প্রশ্ন উঠছে, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে কি আদৌ তাদের জায়গা হওয়া উচিত? বিশেষত আইপিএলে নজরকাড়া পারফরম্যান্স করছে তরুণ ক্রিকেটাররা। -সংবাদপ্রতিদিন

জি নিউজ রবি শাস্ত্রীর জানায়, তরুণ ক্রিকেটাররা যেভাবে আত্মবিশ্বাসী ব্যাটিং করছে তাতে জাতীয় দলে তারা ঢুকে পড়বে।

রবি আরো বলেন, রোহিত বা বিরাটের নতুন করে কিছু প্রমাণ করার নেই। তবে ওরা যদি নিজেদের টি-টোয়েন্টি থেকে সরিয়ে নেয় তাহলে খুবই ভালো হয়। কারণ বিশ্বকাপের এখনও এক বছর বাকি আছে। সেই দলে সুযোগ পেতে হলে টি-টোয়েন্টি ক্রিকেটে ফর্মে থাকা খুবই জরুরি। ওই সময়ে যারা সেরা ফর্মে থাকবে, বিশ্বকাপের দলে তাদেরই সুযোগ দেওয়া উচিত। অর্থাৎ শাস্ত্রীর মতে, আগামী এক বছরের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে ফর্ম না থাকলে বিরাট-রোহিতকেও দল থেকে ছেঁটে ফেলা যেতে পারে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া