adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বাফুফেকে প্রধানমন্ত্রীর আশ্বাস- জানুয়ারিতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ

বাফুফের লোগো ও সভাপতি কাজী সালাহউদ্দিননিজস্ব প্রতিবেদক : সবকিছু ঠিকঠাক থাকলে জানুয়ারির তৃতীয় সপ্তাহে মাঠে গড়াবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ। ইতোমধ্যে এই টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফে সভাপতি কাজী মোহাম্মদ সালাহউদ্দিন এই টুর্নামেন্টের বিষয়ে কথা বলতে সম্প্রতি যোগাযোগ করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে। বঙ্গবন্ধ আন্তর্জাতিক গোল্ডকাপ আয়োজনের ব্যাপারে বাফুফে সভাপতিকে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপে অংশ নিতে এশিয়ার বেশ কয়েকটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তার মধ্য থেকে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, লাওস ও বাহরাইন এই টুর্নামেন্টে অংশ নেয়ার বিষয়ে সম্মতি দিয়েছে। কাতার ও সংযুক্ত আরব আমিরাতকে আমন্ত্রণ জানানো হয়েছে। যোগাযোগ করা হয়েছে ভারত ও নেপালের সঙ্গেও। চারটি দেশ হতে যেকোনো দুটি দেশ আসতে রাজি হলে আটটি দেশ নিয়ে মাঠে গড়াবে বঙ্গবন্ধু গোল্ডকাপ।
উল্লেখ্য, সবশেষ ১৯৯৯ সালে আয়োজিত হয়েছিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। এবারের এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হতে যাচ্ছে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইন। শিগগিরই তাদের সঙ্গে বাফুফের আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হবে।
 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া