adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চিকিৎসকদের ধর্মঘটে রাজশাহীতে হাসপাতালগুলো অচল

ডেস্ক রিপোর্ট : চিকিৎসককে কারাগারে পাঠানোর প্রতিবাদে ডাকা ধর্মঘটে অচল হয়ে পড়েছে রাজশাহীর সরকারি, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক। ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা রোগীরা।
বৃহস্পতিবার রাতে নগরীর মুক্তি ক্লিনিকে বিএমএ ও স্বাচিপসহ চিকিৎসক, নার্স ও ক্লিনিক মালিকদের সাতটি সংগঠন ধর্মঘটের ডাক দেয়। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) রাজশাহী শাখার সভাপতি এস আর তারফদার লিখিত বক্তব্য পড়ে শোনান।
ভুল চিকিৎসায় স্থানীয় ডলফিন ক্লিনিকে এক রোগীর মৃত্যুর মামলায় বিএমএ যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বাচিপের সাংগঠনিক সম্পাদক শামিল উদ্দিন আহমেদ শিমুলকে বৃহস্পতিবার দুপুরে কারাগারে পাঠায় আদালত।
এর প্রতিবাদে বেসরকারি ক্লিনিক মালিকের পক্ষ থেকে বিকেল ৪টা থেকে ধর্মঘটের ডাক দেয়া হয়। পরে রাতে বিএমএ ও স্বাচিপের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসে। 
এস আর তারফদার বলেন, সাতটি সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী ডাক্তার শামিউল আহম্মেদ শিমুলের মুক্তি না হওয়া পর্যন্ত চিকিৎসা সেবা বন্ধ থাকবে। তবে দুইজন চিকিৎসকের টিমের মাধ্যমে শুধুমাত্র রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিতসার ব্যবস্থা করা হবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএমএ’র কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডাক্তার তবিবুর রহমান শেখ, বিএমএ ও স্বাচিবের রাজশাহী শাখার সাধরণ সম্পাদক ডাক্তার খলিলুর রহমান, বেসরকারি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ও নার্স অ্যাসোসিয়েসনের সভাপতি ডাক্তার এসএমএ মান্নান প্রমুখ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া