adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দাদারা এবার ইলিশ পাবেন!

image_74380_0ঢাকা: ভারতে ইলিশ মাছ রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে এইমনটাই আভাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। চোরাচালান প্রতিরোধের জন্যই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি।



রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে ঢাকা চেম্বব অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।



মন্ত্রী বলেন, ‘ভারত এবং বাংলাদেশ ফ্রজেন ফুড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের রপ্তানির আগ্রহ রয়েছে। ভারতে বাংলাদেশের তামাক ও অ্যালকোহল ছাড়া সব ধরনের পণ্য রপ্তানির সুযোগ রয়েছে।’

তিনি আরো বলেন, ‘ইলিশ মাছ আমাদের দেশে থাকছে না, তা চোরাইপথে ভারতে চলে যাচ্ছে। ফলে রাজস্ব হারাচ্ছে বাংলাদেশ। এ কারণে বৈধভাবেই ইলিশ রপ্তানির উদ্যোগ নেয়া হয়েছে।’

এছাড়াও গত ২২ জানুয়ারি মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের সঙ্গে ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ শরণ সাক্ষাৎ করে ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নিতে বাংলাদেশ সরকারকে অনুরোধ করেন।



বাংলাদেশ-ভারতের দীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে ভারতের হাইকমিশনার তখন বলেন, ‘বাংলাদেশের ইলিশ ভারতে ব্যাপক জনপ্রিয়। দুই দেশের জনগণের পারস্পরিক চাহিদার ওপর ভিত্তি করেই ব্যবসা-বাণিজ্য ও সংস্কৃতি গড়ে উঠেছে। তাই দুই দেশের জনগণ পরস্পরের চাহিদার প্রতি বিশেষ শ্রদ্ধাশীল।’



পরে মন্ত্রী বলেন, ‘দেশে ইলিশ সহজলভ্য করার জন্য ভারতে ইলিশ রপ্তানি সাময়িক বন্ধ করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় ও সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে তা ভারত সরকারকে জানানো হবে।’



উল্লেখ্য, রমজানে সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের অনুরোধে ২০১২ সালের জুলাইয়ে ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে সরকার। ওই সময় থেকেই এ নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
January 2014
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া