adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিশেষ মর্যাদা বাতিলে কাশ্মীরের ‘অতীত গৌরব’ ফিরিয়ে আনবে: মোদি

আন্তর্জাতিক ডেস্ক : ভারত শাসিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের সিদ্ধান্ত রাজ্যটির ‘অতীত গৌরব’ ফিরিয়ে আনবে, বলেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিবিসি বাংলা জানায়, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে এক ভাষণে মোদি আরও বলেন, “ভারতের উন্নয়নে কাশ্মীর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বিলোপ ঘোষণা করাকে তার সরকারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন বলে দাবি করেন তিনি।

দিল্লির ঐতিহাসিক লাল কেল্লায় স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া এ বক্তব্যে মোদি আরও বলেন,

“কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া ভারতের সংবিধানের ৩৭০ ধারা কারণে কাশ্মীরে শুধু দুর্নীতিকেই অনুপ্রেরণা দিয়েছে।”

তবে গত ১১ দিন ধরে কাশ্মীরে চলতে থাকা কারফিউ, অতিরিক্ত সেনা মোতায়েন বা যোগাযোগ বিচ্ছিন্নতা করে অঞ্চলটিকে কার্যত অচল করে রাখার বিষয়টি বক্তব্যে উল্লেখ করেননি তিনি।

অন্যদিকে ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এক ভাষণে কাশ্মীর নিয়ে ভারতের সিদ্ধান্তের সমালোচনা করেন।

তবে মোদি তার বক্তব্যে ইমরানের মন্তব্যের বিষয়ে কোনো কথা বলেননি।

বরং ভারতের অভ্যন্তরে যারা অনুচ্ছেদ ৩৭০ বিলোপের সমালোচনা করছে, তাদের বিরুদ্ধে মোদি অভিযোগ করেন যে, তারা ‘রাজনীতির খেলা’ খেলছেন।

মোদি বলেন, “আমার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তা করি না। আমার কাছে আমার দেশের ভবিষ্যৎই সবার আগে।”

প্রসঙ্গত, ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীরকে কেন্দ্র শাসিত রাজ্য ঘোষণা করে বিজেপি সরকার। এর আগের দিন থেকে অঞ্চলটিতে ইতিহাসের কঠোরতম নিরাপত্তা পরিস্থিতি জারি করা হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত ৩৫ হাজার সেনাসদস্য।

কারফিউ জারি করে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট সার্ভিসসহ সব ধরনের টেলিযোগাযোগও বন্ধ করে দেয় প্রশাসন। এখন পর্যন্ত কাশ্মীরের সঙ্গে পুরো পৃথিবীর যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন।

বিশেষ মর্যাদা বাতিলের আগের রাত থেকে ৪০০ রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনী। দুই সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লাহকেও গ্রেপ্তার করা হয়।

এখনো কাশ্মীর রাস্তায়, অলিগলিতে অবস্থান করে আছে ৫০ হাজার সেনা।

কাশ্মীরকে যোগাযোগ বিচ্ছিন্ন করার পর ৯ আগস্ট শুক্রবার হাজার হাজার মানুষের বিক্ষোভ প্রকাশ করার একটি ভিডিও ফুটেজ বিবিসি’র হাতে আসে, যেটিকে ভারত সরকার দাবি করে যে সেরকম কোনো বিক্ষোভ আসলে হয়নি।

১০ আগস্ট ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে থেকে টুইট করে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত ওই ভিডিওগুলোকে অতিরঞ্জিত বলা হলেও পরদিন আরেকটি টুইটে শ্রীনগরের সাওরা অঞ্চলে হওয়া বিক্ষোভের বিষয়টি স্বীকার করা হয়।

সোমবার ঈদের দিন বন্ধ রাখা হয় অধিকাংশ মসজিদ। ছোট ছোট কয়েকটি মসজিদ ছাড়াও কোথাও ঈদের জামাতের অনুমতি মেলেনি। হয়নি কোরবানি পশু বেচাকেনা। কোরবানি দিতে না পেরে আরও বেশি ক্ষুব্ধ কাশ্মীরিরা। ফলে ঈদের দিনেও রাস্তায় নেমে আসে বিক্ষোভকারীরা। তাদের ওপরে নিরাপত্তা বাহিনী গুলি চালায় বলেও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো দাবি করে।

এ দিকে বুধবার ভারত শাসিত কাশ্মীরের পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে দশদিন আগে কাশ্মীরের ওপর আরোপ করা ব্যাপক নিরাপত্তা কড়াকড়ি জম্মু থেকে তুলে নেওয়া হয়েছে।

তবে কাশ্মীর উপত্যকায় অনির্দিষ্ট সময়ের জন্য এই কড়াকড়ি আরোপিত থাকবে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
August 2019
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া