adv
৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জুনের মধ্যে নামছে সাড়ে ৬শ ট্যাক্সিক্যাব : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক : যোগাযোগ মন্ত্রণালয় ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সমন্বয়ে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামের রাস্তায় নামছে ৬৫০টি নতুন ট্যাক্সিক্যাব। আগামী বৈশাখ মাস থেকে প্রথম অবস্থায় শীতাতপ নিয়ন্ত্রিত নতুন এ ট্যাক্সিক্যাবগুলোর মধ্যে ৪৭টি গাড়ি রাজধানীর রাস্তায় নামানো হবে। বাকিগুলো জুনের মধ্যে নামানো হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।বৃহস্পতিবার রাজধানীর এলেনবাড়ির বিআরটিএ কার্যালয়ে তিনি এ কথা জানান।বিআরটিএ সূত্রে জানা গেছে, অনুমোদন পাওয়া কোম্পানিগুলো সরকারের কাছে কিলোমিটার প্রতি ৬০ টাকা ভাড়া দাবি করেছে। কিন্তু সরকার তাদের প্রস্তাবিত ভাড়া কমিয়ে কিলোমিটার প্রতি ৩৪ টাকা ধার্য্য করে। তবে এর মধ্যে প্রথম দুই কিলোমিটারের ভাড়া পড়বে ১শ টাকা। তবে সরকারের নির্ধারিত এমন ভাড়াকে গলাকাটা ভাড়া বলে দাবি করছেন অনেকেই।মন্ত্রী জানান, রাজধানী ও এর আশাপাশের  জেলাগুলোতে চলাচলের জন্য ৫শ ও চট্টগ্রামের জন্য ১৫০টি নতুন ট্যাক্সিক্যাবের অনুমোদন দেয়া হয়েছে। এ গাড়িগুলো যাত্রী বহন করবে। রাজধানীর ৫শ গাড়ির মধ্যে তমা কনস্ট্রাকশন নামে একটি কোম্পানির অধীনে থাকবে  ২৫০টি এবং সেনাকল্যাণ সংস্থার ২৫০টি। চট্টগ্রামের ১৫০টি গাড়িও থাকবে সেনাকল্যাণ সংস্থার অধীনে।প্রথম অবস্থায় বৈশাখ মাসে যে ৪৭টি গাড়ি রাস্তায় নামানো হবে এর মধ্যে ১৯টি গাড়ি তমা কনস্ট্রাকশনের ও বাকি ২৮টি থাকবে সেনাকল্যাণ সংস্থার।মন্ত্রী জানান, নতুন এ গাড়িগুলো পহেলা বৈশাখ অথবা এর দুএকদিন পর রাস্তায় নামানো হবে। প্রধামন্ত্রী শেখ হাসিনা এগুলো উদ্বোধন করার কথা রয়েছে।ইতিমধ্যে আমদানিকৃত গাড়িগুলো চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। আগামী ৩০ মার্চের মধ্যেই গাড়িগুলো কোম্পানির হাতে এসে  পৌঁছবে। জাপানের টয়োটা কোম্পানির তৈরি এই গাড়িগুলোর দাম ১৫  থেকে ২০ লাখ টাকা।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া