adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গ্রামে ডাক্তার দেখার দায়িত্ব আমার নয়: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামে ডাক্তার থাকবে, কি থাকবে না তা দেখার দায়িত্ব আমার নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
রোববার সকালে জাতীয় সংসদে বাজেট অধিবেশনে ২০১৪-১৫ অর্থ বছরের নির্দিষ্টকরণ বিলের ওপর আনীত ২৩ নম্বর দাবির ছাঁটাই প্রস্তাবের বিরোধিতা করে একথা বলেন নাসিম। মন্ত্রী বলেন, এ দায়িত্ব সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যদের। তারা নিজ এলাকার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের পরিচালনা বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করেন। তারাই দেখবেন ডাক্তার আছে কি নাই। বিশ্বের কোথাও নেই যে সরকার প্রধান বা সংশ্লিষ্ট মন্ত্রী এগুলো দেখছেন। উপজেলা স্বাস্থ্যকেন্দ্র চালানোর দায়িত্ব আমার না, আপনাদের।
এর আগে স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলীসহ পাঁচজন ছাঁটাই প্রস্তাব দেন। ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তারা গ্রামে ডাক্তার না থাকায় মন্ত্রীর সমালোচনা করেন। পরে মন্ত্রী ছাঁটাই প্রস্তাবের জবাবে এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রের পরিচালনা কমিটির মাসে দুটি মিটিং করার কথা আছে। আপনারা (এমপি) সিদ্ধান্ত নেবেন ডাক্তার আছে কিনা। আপনাদের কোনো সুপারিশ থাকলে সেটা শতভাগ গ্রহণ করা হবে। তবে ডাক্তার রাখার দায়িত্ব আপনাদেরই নিতে হবে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া