adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশকে বদলে দিয়েছে বিপিএল: গাভাস্কার

gavaskarস্পোর্টস ডেস্ক : বাংলাদেশের কাছে ভারতের হার কোনো অঘটন নয় মন্তব্য করে গাভাস্কার বলেছেন, বিপিএলের সময় থেকে বাংলাদেশের ক্রিকেট বদলে যেতে শুরু করে। তারই ধারাবাহিকতায় এই বাংলাদেশ।
বৃহস্পতিবার ম্যাচ নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করে এনডিটিভি। সেখানেই এসব কথা বলেন গাভাস্কার।
কিংবদন্তি এই ক্রিকেটার বলেন, ওদের ওয়ানডেতে ভালো করা আকস্মিক কোনো ঘটনা নয়। এর পেছনে বিপিএলের অনেক বড় অবদান আছে। আমি জানি এই টি-টোয়েন্টি টুর্নামেন্টটা বেশ কয়েক বছর ধরেই হচ্ছে না। কিন্তু এই টুর্নামেন্ট খেলতে গিয়ে বাংলাদেশের খেলোয়াড়রা অনেক অভিজ্ঞতা অর্জন করেছে। বিদেশি খেলোয়াড়দের সঙ্গে একই ড্রেসিংরুম ভাগাভাগি করেছে। অভিজ্ঞতা ভাগাভাগি করেছে। তাদের কাছ থেকে শেখার চেষ্টা করেছে। চাপের মুখে কীভাবে খেলতে হয় বুঝতে শিখেছে।’
‘গত কয়েক বছর ধরে যদি ওদের খেলা আপনি দেখে থাকেন, সীমিত ওভারের ক্রিকেটে ওরা কিন্তু দারুণ খেলছে। তারা আগের তুলনায় অনেক বেশি সীমিত ওভারের ম্যাচ খেলছে। তারা যত বেশি খেলবে, ততই উন্নতি করবে। গত বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স তো অবিশ্বাস্য ছিল। প্রথম ওয়ানডেতে তাদের জয় আমার কাছে অপ্রত্যাশিত কিছু মনে হয়নি। বলেন গাভাস্কার। 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া