adv
৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সন্ধ্যায় খালেদার সঙ্গে ইউরোপীয় পার্লামেন্ট প্রতিনিধিদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সোমবার সন্ধ্যায় সাক্ষাৎ করবেন সফররত ইউরোপীয় পার্লামেন্টের (ইপি) প্রতিনিধি দল।বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান  এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে।তিনি আরও জানান, মঙ্গলবার বিকেল ৪টায় বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলীয় হাইকমিশনার গ্রেগরি উইলকফ খালেদার গুলশানের বাসায় তার সঙ্গে সাক্ষাৎ করবেন।ইপি প্রতিনিধি দল সোমবারই দুদিনের সফরে ঢাকা পৌঁছাবে। চার সদস্যের এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ইউরোপীয় পার্লামেন্টের দক্ষিণ এশিয়ার সঙ্গে সম্পর্ক বিষয়ক প্রতিনিধিদের প্রধান জঁ ল্যামবার্ট।সফরকালে বিএনপি প্রধান ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন  চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রী এইচএম মাহমুদ আলী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও সুশীল সমাজের প্রতিনিদিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।বাংলাদেশের নীতি-নির্ধারক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনের পরিবর্তন রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করবেন তারা। এছাড়াও বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবে ইপি প্রতিনিধিরা।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া