adv
২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মিশরে মুসলিম ব্রাদারহুডের ৫২৯ সদস্যকে মৃত্যুদণ্ডাদেশ

আন্তর্জাতিক ডেস্ক : মিশরের সেনা সমর্থিত সরকারের একটি আদালত  দেশটির নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন মুসলিম ব্রাদারহুডের ৫২৯ জন সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে।সোমবার দুপুরে মিশরের রাষ্ট্রীয়  টেলিভিশন এ সংবাদ প্রকাশ করে। এ দণ্ডাদেশ মিশরের গ্রান্ড মুফতি বরাবর প্রেরণ করা হয়েছে। তিনি অনুমোদন দিলেই এ মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হবে বলে উল্লেখ করা হয় রাষ্ট্রীয় টেলিভিশনে। দণ্ডাদেশপ্রাপ্তদের বিরুদ্ধে একজন পুলিশ অফিসারকে হত্যা, আরও দুইজনকে হত্যার চেষ্টা এবং একটি পুলিশ স্টেশনে হামলার অভিযোগ আনা হয়েছে।আইনজীবী আহমেদ আল শরীফ একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানান, আদালত ৫২৯ জন অভিযুক্তকে মৃত্যুদণ্ড প্রদান করেছে। এছাড়া ১৬ জনকে খালাস দেয়া হয়েছে।মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে মিশরের বর্তমান সেনা সমর্থিত সরকারের চলমান দমন পীড়নের ধারাবাহিকতায় এই বিপুল সংখ্যক মৃত্যুদণ্ড প্রদানের ঘটনা ঘটলো।গত বছরের জুলাই মাসে মিশরের ইতিহাসে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম  প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত এবং তাকে বন্দী করে সামরিক বাহিনী। এর পর থেকেই তার সমর্থক মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে দমনাভিযান পরিচালনা করা হচ্ছে।জানা গেছে বেশিরভাগ দণ্ডপ্রাপ্তকেই মিশরের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ মিনায় অনুষ্ঠিত সরকার বিরোধী বিক্ষোভ  থেকে  গ্রেফতার করা হয়েছিলো।গত বছরের ১৪ আগস্ট কায়রোতে মুসলিম ব্রাদারহুডের বিক্ষোভ কর্মসূচিতে মিশরের সামরিক বাহিনীর রক্তাক্ত অভিযানের প্রতিবাদে বিক্ষোভে অংশ নিয়েছিলেন তারা। কায়রোর ওই  সেনা অভিযানে কয়েক হাজার ব্রাদারহুড কর্মী নিহত হন বলে দাবি করে সংগঠনটি।দণ্ড ঘোষণার সময় অভিযুক্তদের ১২৩ জন আদালতে উপস্থিত ছিলেন। মুরসির ক্ষমতাচ্যুতির পর মিশরের সেনা সমর্থিত সরকার মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ করে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া