adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে গার্মেন্টের রেলিং ভেঙে নিহত ৩

ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় প্রচন্ড ঝড়ে একটি রপ্তানিমুখী গার্মেন্ট কারখানার রেলিং ভেঙে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।শনিবার দিনগত রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।এদিকে, নিহতের ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের উপর ইটপাটকেল ছুড়ে। এতে ফতুল্লা মডেল থানার এস আই মাজহারসহ ৫ জন আহত হন।জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টার পর শুরু হওয়া প্রচন্ড ঝড়ে ফতুল্লা শিল্পাঞ্চলের কুতুবআইল এলাকার গার্মেন্ট কারখানা ক্যাকটেক্স’র নির্মাণাধীন ভবনের  রেলিং ভেঙে রাস্তার উপর চলন্ত একটি অটো রিকশার উপর পড়ে।এতে ঘটনাস্থলেই অটোরিক্সা চালক ওয়াজউদ্দিন মারা যান।আহতদের মধ্যে যাত্রী আজহারুল ও ফোরকানকে বিভিন্ন হাসপাতালে নেওয়ার পথে তাদেরও মৃত্যু ঘটে। এ ঘটনায় অটো রিকশার আরও ৩ যাত্রী আহত হয়েছেন। তাদের পরিচয় পাওয়া যায়নি।নিহতের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আকতার হোসেন জানান, এলাকার লোকজন প্রথমে উত্তেজিত হলেও পরে শান্ত হয়।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া