adv
২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংকের টাকা ফেরত দিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক : ব্যাপক সমালোচনার মুখে অবশেষে ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ অনুষ্ঠানের জন্য ইসলামী ব্যাংকের কাছ থেকে নেয়া তিন কোটি টাকা অনুদান ফেরত দিচ্ছে সরকার।
রোববার সরকারের অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, প্রাপ্ত সহায়তার সমন্বয় সাধন করতে গিয়ে আমরা দেখতে পাই যে, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড লাখো কণ্ঠে সোনার বাংলা অনুষ্ঠানের জন্য তিন কোটি টাকা প্রদান করেছে। এ পর্যায়ে সংস্কৃতি মন্ত্রণালয় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রদত্ত সহায়তা গ্রহণে অস্বীকৃতি জ্ঞাপন করে। সেই অনুযায়ী ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড প্রদত্ত আর্থিক সহায়তা আমরা গ্রহণ করছি না।
তবে এর আগে এ টাকা নেয়ার বিষয়টি নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রীর কাছ থেকে বিভিন্ন রকম বক্তব্য পাওয়া যায়। লাখো কণ্ঠে সোনার বাংলা অনুষ্ঠানের জন্য ইসলামী ব্যাংকের এ টাকা ফেরত দেয়া হলেও তা টি-টোয়েন্টি বিশ্বকাপের সহায়তা হিসেবে ব্যবহার করা যেতে পারে বলেও বলা হয়েছে বিবৃতিতে।  
তবে এসব বিষয়ে জানতে চাইলে ইসলামী ব্যাংকের এক্সিকিউটিব ভাইস প্রেসিডেন্ট আতাউর রহমান বলেন,  এ বিষয়ে আমার কিছু জানা নেই। এরআগে ২০১১ সালেও ক্রিকেট বিশ্বকাপে ইসলামী ব্যাংক প্রধান স্পন্সর হয়েছিল। তাতে কোনো বিরোধিতায় সরকারকে নিবৃত্ত করতে পারেনি।
 ২৬ মার্চ স্বাধীনতা দিবসে লাখো কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার বিশ্বরেকর্ড গড়ার উদ্যোগ নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। এ অনুষ্ঠানের জন্য গত ১৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা মনোয়ারের হাত থেকে তিন কোটি টাকার চেক গ্রহণ করেন। বিভিন্ন সংবাদমাধ্যমে ফলাও করে এ খবর প্রকাশিত হয়।
পরের দিন ১৫ মার্চ চেক হস্তান্তরের বিষয়ে ইসলামী ব্যাংক গণমাধ্যমে একটি বিজ্ঞপ্তিও পাঠায়।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া